• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অজিদের বিপক্ষে আজ প্রোটিয়াদের প্রতিশোধের ম্যাচ

  ক্রীড়া ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
পোর্ট এলিজাবেথে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া (ছবি : সংগৃহীত)

পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আজ (রবিবার, ২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে আছে সফরকারী দল। এ ম্যাচ জিতলেই অজিরা নিশ্চিত করবে সিরিজ। অপরদিকে, সিরিজ বাঁচাতে প্রোটিয়াদের সামনে জয়ের কোনো বিকল্প নেই।

জোহানেসবার্গে যেভাবে অ্যাগারের হাতে ধরাশায়ী হলো দক্ষিণ আফ্রিকা, তাতে পোর্ট এলিজাবেথেই সিরিজ নিশ্চিত করতে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার এ ভেন্যুটি স্পিন সহায়ক হিসেবে অনেক পরিচিত। অ্যাগারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে গত ম্যাচে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরেছিল প্রোটিয়ারা। প্রথম অজি স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেন অ্যাগার।

কেবল অ্যাগারই নয়, লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও ১১ রানে শিকার করেন ৩ উইকেট। পেস বোলাররাও শুরুতে তিন উইকেট তুলে নিয়েছিল। তাই বোলিং আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়া চিন্তামুক্ত। এ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনছে না তারা।

অপরদিকে, প্রেটিয়া শিবিরে পরিবর্তন আসছে। কারণ চোটের কারণে ওপেনার তেম্বা বাভুমা ছিলেন না প্রথম টি-টুয়েন্টিতে। ডি ককের সঙ্গে ওপেনিংয়ে বাভুমার প্রত্যাবর্তনের অর্থই হলো মিডল অর্ডারে স্মাটস অথবা ক্লাসেনের কেউ একজন বাদ পড়বেন।

বোলিং নিয়েও স্বস্তি নেই প্রোটিয়াদের। রাবাদা ও এনগিডি দুজনেই বেশ ভুগিয়েছেন গত ম্যাচে। ফলে এনরিখ নর্টজের একাদশে আসার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার সেরা ছন্দ বেশ চিন্তার কারণ প্রোটিয়াদের। টি-টুয়েন্টিতে টানা আট ম্যাচ জিতে এরই মধ্যে র‌্যাঙ্কিংয়ের সেরা দল ফিঞ্চরা।

আরও পড়ুন :-কোহলিকে হারিয়ে কোণঠাসায় ভারত

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারে, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ : কুইন্টন ডি কক, তেম্বা বাভুমা, ফ্যাফ ডু প্লেসি, র‌্যাসি ফন ডার ডুসেন, জন স্মাটস/হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি/এনরিখ নর্টজে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড