• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

উইকেট না পেলেও সতীর্থের প্রশংসা পেলেন তাইজুল

  ক্রীড়া প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৫
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

মিরপুরে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনের সেঞ্চুরির পরও এগিয়ে রয়েছে বাংলাদেশ। অফ স্পিনার নাঈম হাসানের ঘূর্ণি জাদুতে ২২৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। ৪ উইকেট নিয়েছেন নাঈম, বাকি ২ উইকেট গেছে রাহীর ঝুলিতে।

৩৬ ওভারে ৮ মেডেনসহ ৬৮ রানে ৪ উইকেট নিয়েছেন নাঈম। অন্যদিকে আরেক স্পিনার তাইজুল ইসলাম ছিলেন উইকেট শূন্য। ২১ ওভার হাত ঘুরিয়েও উইকেটের দেখা পাননি তিনি। তবে উইকেট না পেলেও ম্যাচ শেষে নাঈমের প্রশংসা পেয়েছেন তাইজুল। নিজের সাফল্যের ভাগও তাইজুলকে দিয়েছে এ বোলার।

নাঈম বলেন, ‘প্রথম দিন তাইজুল ভাই উইকেট পাননি বলছেন। তিনি অন্য প্রান্তে ভালো বোলিং করেছেন বলেই আমি উইকেট পেয়েছি। কাল আমি যদি এক প্রান্তে ডট দিতে থাকি আরেক প্রান্তে হয়তো তাইজুল ভাই পাবেন। এভাবেই গড়ে ওঠে বোলিংয়ের জুটি।’

এছাড়া ম্যাচে ভালো বোলিং করার পেছনে বিসিএলের অবদানও দেখছেন নাঈম। বিসিএলে সর্বশেষ ম্যাচে ৮ উইকেট শিকারের কৃতিত্ব আছে তার। নাঈম বলেন, ‘ওই পারফরম্যান্স অনেক সহায়তা করছে। অনেক বোলিং করেছি, অনেক উইকেট পেয়েছি আমি। আত্মবিশ্বাস বেড়েছে। অনুশীলনের চেয়ে ম্যাচ খেললে বেশি আত্মবিশ্বাসী হওয়া যায়।’

প্রিন্স মাসভাউরে, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা ও ক্রেইগ আরভিন - জিম্বাবুয়ের এ চারজন সেরা ব্যাটসম্যানকেই আউট করেন নাঈম। এর মধ্যে এ ম্যাচে মাসভাউরে অর্ধশতক ও আরভিন শতক হাঁকিয়েছেন। দিনের শেষ মুহূর্তে ১০৭ রান করা আরভিনকে আউট করেই বাংলাদেশকে সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছেন নাঈম। এই সাফল্যের পর নাঈম বলেন, ‘দেখুন, দিনের শেষ দিকে উইকেট পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। ওর উইকেট পাওয়ার পর আর থাকছে ৪ উইকেট। বেশির ভাগই নিচের দিকের ব্যাটসম্যান। এখন ভালো জায়গায় বোলিং করে দ্রুত ওদের অলআউট করতে চেষ্টা করব।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড