• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোনালদোর সামনে অনন্য রেকর্ডের হাতছানি

  ক্রীড়া ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৮
রোনালদো
পৃথক চারটি ক্লাবের হয়ে খেলা রোনালদো (ছবি : সংগৃহীত)

ইতালিয়ান সেরি আ লিগে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে স্পালের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। এ ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে নিজের জায়গা আরও মজবুত করবে মারিও সারির দল। এমন ম্যাচে দুরন্ত এক রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে দলের সেরা তারকা পর্তুগিজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী রোনালদো আজই সর্বোচ্চ পর্যায়ে ১ হাজার ম্যাচ খেলা খেলোয়াড়দের তালিকায় নাম লেখাবেন।

১৭ বছর বয়সে পেশাদারি ফুটবলে পা রাখা পর্তুগিজ যুবরাজ রেকর্ডের ডালি সাজিয়ে জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায়। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে খেলার মাধ্যমে আজ থেকে ১৮ বছর আগে প্রথম সারির ফুটবলে রোনালদোর পথচলা শুরু। দীর্ঘ প্রায় দুই দশকের পথচলায় খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা। বর্তমানে তিনি মাতাচ্ছেন ইতালিয়ান সেরি আ।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ৪৩৮টি ম্যাচ, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯২টি, জাতীয় দল পর্তুগালের হয়ে ১৬৪টি, স্পোর্টিং লিসবনের হয়ে খেলেছেন ৩১ ম্যাচ (স্পোর্টিং লিসবন বি টিমের হয়ে দুই ম্যাচ)। আর জুভেন্তাসের হয়ে এ যাবৎ তিনি মাঠে নেমেছেন ৭২টি ম্যাচে।

আরও পড়ুন : মাঠে বসেই মাদক নিলেন ম্যারাডোনা!

৯৯৯ ম্যাচের ক্যারিয়ারে রোনালদো পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন। তার চেয়ে বেশি ব্যালন ডি’অর আছে শুধু মেসির (৬)। জিতেছেন ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ম্যানইউর হয়ে ২০০৮ সালে জিতেছিলেন প্রথম; এরপর রিয়াল মাদ্রিদে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব জিতেছেন চারবার- ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড