• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোপের সেঞ্চুরিতে লঙ্কানদের বিশাল টার্গেট দিল উইন্ডিজরা

  ক্রীড়া ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৪
শাই হোপ
ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পেলেন হোপ (ছবি : ক্রিকইনফো)

কলম্বোতে শাই হোপের সেঞ্চুরির ওপর ভর করে শেষ দিকে ঝড় তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কান বোলারদের তুলোধুনো করে শেষ ৫ ওভারে ৫৯ রান তুলে নিয়েছে তারা। এর মধ্যে অষ্টম উইকেটে মাত্র ২০ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন কিমো পল ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

এর আগে ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন ওপেনার শাই হোপ। ১৪০ বলে ১০টি বাউন্ডারিতে দলের হয়ে সর্বোচ্চ ১১৫ রান করেন তিনি। এছাড়া রোস্টন চেজ ৪১, ড্যারেন ব্রাভো ৩৯ ও শেষ দিকে কিমো পল ১৭ বলে অপরাজিত ৩২ রান করেন। এতে ৭ উইকেটে ২৮৯ রান তুলেছে ক্যারিবীয় শিবির। জবাবে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৫ ওভারে বিনা উইকেটে ৩৩ রান।

টস জিতে ফিল্ডিং বেছে নেয় লঙ্কানরা। শুরুতেই প্রতিপক্ষ ওপেনার সুনিল অ্যামব্রিসকে বিদায় করেন থিসারা পেরেরা। দ্বিতীয় উইকেটে ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন হোপ ও ড্যারেন ব্রাভো। তৃতীয় উইকেটেও চেজের সঙ্গে হোপের ছিল ৮৫ রানের জুটি। এতে বড় স্কোরের পথ প্রস্তুত করে উইন্ডিজ শিবির।

আরও পড়ুন :-কিউইদের সঙ্গে ভারতের হাড্ডাহাড্ডি লড়াই

তবে পুরান, পোলার্ড দ্রুত ফিরে গেলে রান তোলার গতি কমে যায় ওয়েস্ট ইন্ডিজের। হোপ একপ্রান্তে লড়াই করলেও সেঞ্চুরির পর বেশিদূর ইনিংস টেনে নিতে পারেননি। আগের অধিনায়ক জেসন হোল্ডারও রানআউট হন। এরপরই স্লগ ওভারে উদানাকে মেরে ২৯০ রানের টার্গেট ছুঁড়ে দেয় সফরকারীরা। উদানা লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করলেও ১০ ওভারে ৮২ রান খরচ করেন।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড