• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারীদের বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের ম্যাচ কবে?

  ক্রীড়া ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪২
নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপ
উদ্বোধনী ম্যাচে লড়াই করবে অস্ট্রেলিয়া ও ভারত (ছবি : সংগৃহীত)

প্রতীক্ষার অবসান। শুরু হচ্ছে মেয়েদের সপ্তম টি-টুয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ১০ দলের শিরোপার লড়াই। বিশ্বমঞ্চের এ প্রতিদ্বন্দ্বিতায় ১০টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড।

উদ্বোধনী ম্যাচে সিডনিতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) লড়াই করবে অস্ট্রেলিয়া ও ভারত। খেলা শুরু হবে দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস-২ তে।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন শুরু হবে। এর আগে পাকিস্তানকে প্রস্তুতি ম্যাচে হারিয়ে দারুণ প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে সালমারা।

আরও পড়ুন : যেসব চ্যানেলে দেখা যাবে নারী বিশ্বকাপ

বিশ্বকাপের মূল লড়াইয়ে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ক্যানবেরায় ২৭ ফেব্রুয়ারি; প্রতিপক্ষ সাগিতিক অস্ট্রেলিয়া, মেলবোর্নে ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড, একই মাঠে ২ মার্চ গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এ দলগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি সালমা-রুমানাদের।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড