• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ

কিউইদের বোলিং তোপে চাপে ভারত

  ক্রীড়া ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৯
ভারত-নিউজিল্যান্ড
কিউই পেসারদের তোপে কাঁপছে ভারত (ছবি : সংগৃহীত)

ওয়েলিংটনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে সফরকারী ভারত। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) টস জিতে টিম ইন্ডিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কেন উইলিয়ামসন। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায়। সরাসরি দেখা যাচ্ছে স্টার স্পোর্টস-১ এ।

টি-টুয়েন্টি সিরিজে কিউইদের ৫-০ হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে উল্টো ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। তাই টেস্ট সিরিজে তাদের কাজটা সহজ হবে না।

নিউজিল্যান্ডের মাটিতে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ১১ বছর আগে ২০০৯ সালে। এরপর কিউইদের মাঠে একটি মাত্র টেস্টই জিতেছে ভারত ২০১৯ সালে। তাই সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথম টেস্ট জয় করতে চাইবে সফরকারীরা। অন্যদিকে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিততে বেশ আত্মবিশ্বাসী কিউই অধিনায়ক।

টেস্টে এখন পর্যন্ত দুদলের লড়াই হয়েছে ৫৭ বার; যেখানে ভারতের ২১ জয়ের বিপরীতে কিউইরা জিতেছে ১০টি টেস্ট; বাকি ২৬টি টেস্ট ড্র হয়েছে। তবে নিউজিল্যান্ডের মাটিতে পরাজয়ের পাল্লাটা ভারী বেশি ভারতের। ২৩ দেখায় ৫ জয়ের বিপরীতে স্বাগতিকদের জয় ৮টি; ড্র ১০ ম্যাচ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ- ৪৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান। উইকেটে আছেন রাহানে ও পান্ত। ভারত উইকেট হারিয়েছে (শ-১৬, আগারওয়াল-৩৪, পূজারা-১১, কোহলি-২, বিহারী-৭)।

ভারত একাদশ : পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশভ পান্ত, হহনুমা বিহারী, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা।

নিউজিল্যান্ড একাদশ : টম ল্যাথাম, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ব্লান্ডেল, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, আজাজ প্যাটেল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও কাইল জেমিসন।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড