• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোলিংয়ে ভালো করতে রাহীকে যে পরামর্শ শামির

  ক্রীড়া ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৪
আবু জায়েদ রাহী
জাতীয় দলের পেসার আবু জায়েদ (ছবি : সংগৃহীত)

গত নভেম্বরে তিনটি টি-টুয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলতে ভারত সফরে যায় বাংলাদেশ দল। সেই সফরে পেস বোলিংয়ে গতি বাড়ানোর জন্য মোহাম্মদ শামির পরামর্শ চান রাহী।

টাইগার পেসারকে বলে গতি বাড়ানোর জন্য খেতে দৌড়ানোর পরামর্শ দিয়েছেন শামি। এ ব্যাপারে আবু জায়েদ রাহী গতকাল (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের বলেন, শামির সঙ্গে কথা হয়েছিল। সে আমাকে বলেছে খেত চেন? খেতে দৌড়াও। এতে শরীর ফিট হবে এবং জোরে বল করতে পারবে।

সবশেষ আফগানিস্তানের সঙ্গে ঘরের মাঠে যে দলটা খেলল, ভারত সফরে দেখা গেল বেশকিছু পরিবর্তন। এরপর পাকিস্তান সফরেও একই অবস্থা, দলে একাধিক পরিবর্তন। এখন আবার জিম্বাবুয়ে সিরিজে কয়েকজনকে বাদ দেয়া হয়েছে।

ক্রিকেটাররা এভাবে দলে আসা-যাওয়ার মধ্যে থাকলে ভালো করা কঠিন হয়ে যায়। এমনটি জানিয়ে আবু জায়েদ রাহী বলেন, দলে থাকব কী থাকব না, এ রকম দুশ্চিন্তা থাকলে পারফর্ম করা কঠিন হয়ে যায়।

টেস্ট খেলার লক্ষ্য নিয়ে আবু জায়েদ বলেন, সত্যি বলতে এখনো একশ টেস্ট খেলার অনুভূতি আসেনি। অনেক টেস্ট খেলতে চাই। ৫০-৭৫ টেস্ট হলেই খুশি। এখন পর্যন্ত মাত্র আটটি টেস্ট খেলেছি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড