• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইংরেজিতে মারাত্মক ভুল করে বিদ্রুপের শিকার আকমল

  ক্রীড়া ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২২
উমর আকমল
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল (ছবি : সংগৃহীত)

সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হলেন পাকিস্তানের ক্রিকেটার উমর আকমল। একটি ছবিতে ভুল ক্যাপশন করায় ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হলো ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানকে।

একবার সতীর্থ আবদুল রাজ্জাকের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন উমর আকমল। সেই সেলফির নিচে লিখেছিলেন, ‘মাদার ফ্রম অ্যানাদার ব্রাদার।’ অর্থাৎ রাজ্জাক তার আরেক ভাইয়ের মা! নিশ্চিতভাবেই ক্যাপশনটি ভুল ছিল। উমর সম্ভবত ‘ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার’ লিখতে গিয়ে ভুল করে ঐ কথা লিখেছেন। সংবাদমাধ্যম জানিয়েছে, ঐ টুইট নিয়ে তোলপাড় শুরু হলে সেটি মুছে ফেলেন উমর। কিন্তু তার আগেই উমরের টুইটের স্ক্রিনশট নিয়ে রসিকতা শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন : নিষিদ্ধ হলেন পাকিস্তানের উমর আকমল

এর আগেও বিতর্কে জড়িয়েছেন উমর আকমল। গত অক্টোবরে পাকিস্তান দলে প্রত্যাবর্তন ঘটেছিল তার। কিন্তু টানা দুই ইনিংসে শূন্য করার পর প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন তিনি। কিছুদিন আগে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে এক ট্রেনারের উদ্দেশে খারাপ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড