• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হেরে অ্যাতলেটিকোকে হুমকি দিলেন ক্লপ

  ক্রীড়া ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০
ইয়ুর্গেন ক্লপ
লিভারপুলের কোচ ক্লপ (ছবি : সংগৃহীত)

দুর্বার গতিতে ছুটে চলা লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। গত বছরের ডিসেম্বরে শেষ হারের মুখ দেখা লিভারপুলকে মাটিতে নামাল দিয়াগো সিমিওনের শিষ্যরা। তবে এ নিয়ে চিন্তিত নন রেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ। ফিরতি লেগে অ্যানফিল্ডে আসার আগেই হুমকি দিয়ে রাখলেন জার্মান কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ২৫ জয় নিয়ে ফুটবল বিশ্বে আধিপত্য বিস্তার করা লিভারপুলকে নিজেদের মাঠে হারালেও অ্যানফিল্ড নিয়ে ভয় রয়ে গেছে অ্যাতলেটিকো মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে বার্সেলোনার মতো জায়ান্ট দলকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল লিভারপুল। তাই এবারো অ্যানফিল্ডে বড় জয়ের ব্যাপারে আশাবাদী ক্লপ। প্রথম লেগ হারের পরই অ্যাতলেটিকোকে হুঙ্কার দিয়ে রাখলেন তিনি।

ক্লপ বলেন, ‘আমি অনেক খুশি মুখ দেখতে পাচ্ছি, কিন্তু তাদের বলে দিতে চাই খেলা এখনো শেষ হয়নি। ফিরতি লেগ অ্যানফিল্ডে, সেখানে দেখাতে চাই আমরা কী করতে পারি। দ্বিতীয় লেগ ভিন্ন স্টেডিয়ামে হবে, সেটা আমাদের স্টেডিয়াম আর অ্যাতলেটিকো তা বুঝতে পারবে। আমরা ঐ ম্যাচের দিকেই তাকিয়ে আছি।’

আরও পড়ুন :-অ্যাতলেটিকোর কাছে হারল চ্যাম্পিয়ন লিভারপুল

অ্যাতলেটিকোর সমর্থকদেরও অগ্রিম হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্লপ, ‘যতক্ষণ পর্যন্ত ১১ জন ফুটবলার লিভারপুলের জার্সি পরে খেলতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা ম্যাচ হারব না। আর অ্যানফিল্ডের ম্যাচের টিকিট যদি অ্যাতলেটিকোর সমর্থকরা পায় তাহলে তাদের স্বাগতম জানাচ্ছি মাঠে এসে খেলা দেখার জন্য।’ শেষ ষোলোর ফিরতি লেগ আগামী ১২ মার্চ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড