• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিম্বাবুয়ের বিপক্ষেই মাশরাফির শেষ সুযোগ : পাপন

  ক্রীড়া প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৭
মাশরাফি ও পাপন
মাশরাফি ও পাপন (ছবি : সংগৃহীত)

এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। আসন্ন এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক হিসেবে এটাই তার শেষ সিরিজ। এরপর নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু তাই নয় তিনি আরও জানান এই সিরিজের পর থেকে ফিটনেস পাস করে তারপরই একাদশে আসতে হবে মাশরাফিকে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা জানান পাপন। তিনি বলেন, ‌‘জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। এবং অধিনায়ক হিসেবে এই সিরিজই হবে মাশরাফির শেষ সিরিজ। এই সিরিজের পর পরবর্তী সিরিজের জন্য নতুন অধিনায়ক নিয়োগ করা হবে।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড