• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থ বিশ্বকাপজয়ী আকবর

  ক্রীড়া ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৯
আকবর আলী
আকবর আলী (ছবি : সংগৃহীত)

সাভারের বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন সাত উইকেটে ২৯১ রান স্কোরবোর্ডে তোলে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি একাদশ।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে অন্য সব ব্যাটসম্যানদের মতো ব্যর্থ হয়েছেন দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। বাংলাদেশের যুব দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক এই ইনিংসে করেন এক রান। মুটোম্বোডজির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

গেল ৯ ফেব্রুয়ারি যুব বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৭৮ রানের টার্গেট দেয় তারা। বাংলাদেশ খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পরে আকবর আলীর হার না মানা ৪৩ রানের ইনিংসের সুবাদে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে লাল সবুজের দল।

জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার খেলছেন। বিসিএলের কারণে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই ব্যস্ত থাকায় এ ম্যাচে যুব বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটারকে সুযোগ দিয়েছে বিসিবি।

যুব বিশ্বকাপ থেকে পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন ও শরিফুল ইসলামকে দলে নিয়েছে। এছাড়া আকবর আলীদের সতীর্থ রিশাদ হোসেন যিনি বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাননি তিনিও জায়গা পেয়েছেন প্রস্তুতি ম্যাচে। এছাড়া ভারত ও পাকিস্তান সফরে থাকা নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লবও সুযোগ পেয়েছেন ১৩ জনের দলে।

আরও পড়ুন : জিম্বাবুয়ের সামনে দাঁড়াতেই পারছে না আকবর-ইমনরা

প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়েছে বিসিবি একাদশ। রান তুলেছে ৮৪টি। জিম্বাবুয়ের চেয়ে এখনো তারা ২০৭ রানে পিছিয়ে রয়েছে। অধিনায়ক আল-আমিন জুনিয়র ও তানজিদ হাসান তামিম লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টায় আছেন।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড