• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের বোমা হামলা নিয়ে যা বলল বিসিবি

  ক্রীড়া ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:০১
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বিসিবির কার্যালয় (ছবি : সংগৃহীত)

এরই মধ্যে দুই দফায় পাকিস্তান সফর করে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিরাপদেই সফর শেষ কেরেছে তারা। আগামী এপ্রিলে সিরিজের তৃতীয় ও শেষ দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। এর মধ্যে পাকিস্তানে ঘটেছে একটি বোমা হামলা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, গত সোমবার পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন।

পাকিস্তান সফরের আগে এমন বোমা হামলার খবর নিশ্চয়ই একটি চিন্তার বিষয়। তবে সফরে যেতে যেহেতু এখনো প্রায় দেড় মাস সময় রয়েছে তাই এ বিষয়টি নিয়ে চিন্তা করছে না বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রতি সিরিজের আগেই আইসিসি নিজেদের মতো নিরাপত্তা পর্যবেক্ষণ করে বোর্ডকে জানায়। তার ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। সামনে আমাদের পাকিস্তান সফর হলো এপ্রিলে। হাতে সময় আছে। এর মধ্যে অনেক আলোচনা হবে।’

আরও পড়ুন : নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে বিসিবি একাদশ

এপ্রিলে পাকিস্তান সফরে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ। আর ৫ এপ্রিল শুরু হবে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড