• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিম্বাবুয়ের সামনে দাঁড়াতেই পারছে না আকবর-ইমনরা

  ক্রীড়া ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৯
বাংলাদেশ-জিম্বাবুয়ে
ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ব্যাট করতে নেমেছে আকবর আলী-ইমনরা।

প্রথম সেশনেই ৫ উইকেট হারাল আকবর-ইমনরা

প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়েছে বিসিবি একাদশ। রান তুলেছে ৮৪টি। জিম্বাবুয়ের চেয়ে এখনো তারা ২০৭ রানে পিছিয়ে রয়েছে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে আউট হয়েছেন ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। এরপর দ্রুতই ফিরেছেন উইকেটরক্ষক আকবর আলীও।

৬ নম্বরে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টেকেননি বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর। ৩ বলে ১ রান করা আকবর বোল্ড হন মুটোম্বোডজির বলে। এর আগে, পারভেজ হোসেন ইমন ফিরে যান ৬৬ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৪ রান করে। অধিনায়ক আল-আমিন জুনিয়র ও তানজিদ হাসান তামিম মিলে দলীয় সংগ্রহকে ৮৪ রান পর্যন্ত নিয়ে বিরতিতে যান।

২য় দিন প্রথম সেশন শেষে

বিসিবি একাদশ : ৮৪/৫ (২৬), নাঈম ১১, ইমন ৩৪, জয় ১, শাহাদাত ২, আল আমিন ১৫*, আকবর ১, তামিম ১১*; মুম্বা ৫-১-১২-১, শুমা ৬-৩-১৪-১, লোভু ৭-১-২৫-২, মুটোম্বোডজি ৩-০-১১-১।

১ম দিন শেষে : জিম্বাবুয়ে ২৯১/৭ (৯০), মাসভাউরে ৪৫, কাসুজা ৭০, মুদজিনগানিয়ামা ১৭, আরভিন ১০, মারুমা ৩৪, চাকাভা ১৩, মুটোম্বোডজি ০, মুম্বা ৫৪*, এনডিলোভু ২৫*; মুগ্ধ ১১-৩-৩৯-০, শরিফুল ১৫-৫-৪৫-১, সুমন ১৩-৪-২৯-০, বিপ্লব ১৯-১-৭৭-০, আল আমিন ১২-০-৪০-২, রিশাদ ১২-৩-২৬-০, শাহাদাত ৮-২-১৬-৩।

ব্যাট হাতে হতাশ করলেন শাহাদাত

বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট। তবে শাহাদাত হোসেনের আসল কাজটা ছিল ব্যাট হাতে। সেই কাজটা ঠিকঠাকভাবে করতে ব্যর্থ হলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। ২২ বল খেলে ২ রান করে শাহাদাত ফিরেছেন এইনসলে এনডিলোভুর বলে চার্লটন টিসুমাকে ক্যাচ দিয়ে। ৩৯ রানেই নেই বিসিবি একাদশের ৩ উইকেট।

দলের বিপর্যয় কাটাতে নেমেছেন অধিনায়ক আল আমিন জুনিয়র (৪)। একপ্রান্তে অবিচল থেকে সতীর্থদের যাওয়া আসা দেখছেন পারভেজ হোসেন ইমন (২৫)। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বিসিবি একাদশের সংগ্রহ ১৭ ওভার শেষ ৪৮ রান।

দ্বিতীয় উইকেট হারাল বিসিবি একাদশ

দলীয় ২৯ রানে দ্বিতীয় উইকেট হারাল বিসিবি একাদশ। ওপেনার নাঈম শেখ ফিরে যাওয়ার পর পরই ফিরেছেন মাহমুদুল হাসান জয়ও। দলীয় ২৫ রানের মাথায় টিসুমার বলে রেজিস চাকাভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়। ৫ বল খেলে ১ রান করে যান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকানো জয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ১১ ওভারে দুই উইকেটে হারিয়ে ৩৩ রান। উইকেটে আছেন শাহাদাত হোসেন দিপু (০*) ও পারভেজ হোসেন ইমন (১৬)

সাজঘরে ফিরলেন নাঈম

বাউন্ডারি দিয়ে শুরু করা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ উইকেটে বেশি সময় কাটাতে পারলেন না। সপ্তম ওভারে ১৭ বলে ২ চারে ১১ রান করে কার্ল মুম্বার বলে ক্রিস্টোফার এমপফুকে ক্যাচ দেন নাঈম। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন মাহমুদুল হাসান জয়।

শেষ খবর পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ৭ ওভারে এক উইকেটে হারিয়ে ২২ রান। উইকেটে আছেন ইমন (৬) এবং জয় (১)।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নেমেছে আকবর-ইমনরা

কদিন আগে ছোটদের বিপক্ষে দুর্দান্ত খেলে বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার বড়দের বিপক্ষেও তারা নিজেদের সেই পারফরম্যান্স দেখাল। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়েকে মোকাবিলা করেছেন যুবদলের ছয় ক্রিকেটার। প্রথমদিন শেষে ৯০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান করেছে জিম্বাবুয়ে।

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ব্যাট করতে নেমেছে আকবর আলী-ইমনরা। জিম্বাবুয়ে গতকাল ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে আজ তারা ব্যাট করতে নামেনি। ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশকে ব্যাট করতে পাঠায়।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড