• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্বিতীয় উইকেট হারাল বিসিবি একাদশ 

  ক্রীড়া ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৩
বাংলাদেশ-জিম্বাবুয়ে
বিসিবি একাদশ (ছবি : সংগৃহীত)

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ব্যাট করতে নেমেছে আকবর আলী-ইমনরা।

দ্বিতীয় উইকেট হারাল বিসিবি একাদশ

দলীয় ২৯ রানে দ্বিতীয় উইকেট হারাল বিসিবি একাদশ। ওপেনার নাঈম শেখ ফিরে যাওয়ার পর পরই ফিরেছেন মাহমুদুল হাসান জয়ও। দলীয় ২৫ রানের মাথায় টিসুমার বলে রেজিস চাকাভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়। ৫ বল খেলে ১ রান করে যান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকানো জয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ১১ ওভারে দুই উইকেটে হারিয়ে ৩৩ রান। উইকেটে আছেন শাহাদাত হোসেন দিপু (০*) ও পারভেজ হোসেন ইমন (১৬)

সাজঘরে ফিরলেন নাঈম

বাউন্ডারি দিয়ে শুরু করা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ উইকেটে বেশি সময় কাটাতে পারলেন না। সপ্তম ওভারে ১৭ বলে ২ চারে ১১ রান করে কার্ল মুম্বার বলে ক্রিস্টোফার এমপফুকে ক্যাচ দেন নাঈম। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন মাহমুদুল হাসান জয়।

শেষ খবর পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ৭ ওভারে এক উইকেটে হারিয়ে ২২ রান। উইকেটে আছেন ইমন (৬) এবং জয় (১)।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নেমেছে আকবর-ইমনরা

কদিন আগে ছোটদের বিপক্ষে দুর্দান্ত খেলে বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার বড়দের বিপক্ষেও তারা নিজেদের সেই পারফরম্যান্স দেখাল। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিলো জিম্বাবুয়ে। বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়েকে মোকাবিলা করেছেন যুবদলের ছয় ক্রিকেটার। প্রথমদিন শেষে ৯০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান করেছে জিম্বাবুয়ে।

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ব্যাট করতে নেমেছে আকবর আলী-ইমনরা। জিম্বাবুয়ে গতকাল ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে আজ তারা ব্যাট করতে নামেনি। ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশকে ব্যাট করতে পাঠায়।

সংক্ষিপ্ত স্কোর

১ম দিন শেষে : জিম্বাবুয়ে ২৯১/৭ (৯০), মাসভাউরে ৪৫, কাসুজা ৭০, মুদজিনগানিয়ামা ১৭, আরভিন ১০, মারুমা ৩৪, চাকাভা ১৩, মুটোম্বোডজি ০, মুম্বা ৫৪*, এনডিলোভু ২৫*; মুগ্ধ ১১-৩-৩৯-০, শরিফুল ১৫-৫-৪৫-১, সুমন ১৩-৪-২৯-০, বিপ্লব ১৯-১-৭৭-০, আল আমিন ১২-০-৪০-২, রিশাদ ১২-৩-২৬-০, শাহাদাত ৮-২-১৬-৩।

বিসিবি একাদশের স্কোয়াড : নাঈম শেখ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল আমিন জুনিয়র (অধিনায়ক), ফারদিন অ্যানি শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড : ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার এমপফু, ব্রায়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুটোম্বোডজি, এইনসলে এনডিলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডন টেইলর, ডোলান্ড তিরিপানো, চার্লটন টিসুমা।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড