• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেঁয়াজ-টমেটোর বেলায় হ্যাঁ, ক্রিকেটে আপত্তি

  ক্রীড়া ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৯
শোয়েব আখতার
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের হয়ে কথা বললেন শোয়েব (ছবি : সংগৃহীত)

ক্রিকেট বিশ্বে একসময় ছিল ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আকাশে উত্তেজনার রেণুর ওড়াউড়ি। ক্রিকেট ছাপিয়ে রাজনীতির উঁকিঝুঁকি, একটা যুদ্ধযুদ্ধ ভাব। ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই মর্যাদার। দুদেশের এমন কত ক্রিকেট লড়াইয়ের সাক্ষী কলকাতার ইডেন গার্ডেন্স বা লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম! ভারতের নেহেরু স্টেডিয়াম বা পাকিস্তানের করাচির ন্যাশনাল স্টেডিয়ামেও কি কম হয়েছে এশিয়ার দুই পরাশক্তির লড়াই।

কিন্তু সাম্প্রতিক সময়ে দুদেশের যা কূটনৈতিক অবস্থান, তাতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা নেই বললেই চলে। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের হয়ে কথা বললেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।

২০১২ সাল থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সর্বশেষ টেস্ট খেলেছে ২০০৭ সালে। মাঝের সময়টুকু আইসিসি আয়োজিত টুর্নামেন্ট যেমন- বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো মঞ্চে মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করা হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। কিন্তু ক্রিকেটের স্বার্থে আরও বেশি করে অনুষ্ঠিত হওয়া উচিত ভারত-পাকিস্তান দ্বৈরথ। এমনটাই মনে করেন শোয়েব।

অথচ ক্রিকেটে এ দুই প্রতিবেশীর লড়াই ভীষণ কাঙ্ক্ষিত। নিজের ইউটিউব চ্যানেলে হতাশা প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করে শোয়েব সোজাসুজি বলেন, দুটি দেশ পেঁয়াজ-টমেটো আদান-প্রদান করতে পারলে ক্রিকেট খেলতে কী সমস্যা?

শোয়েবের পোস্ট করা ভিডিওটি নিচে তুলে ধরা হলো-

‘আমরা একে অপরের সঙ্গে ডেভিস কাপ কিংবা কাবাডি খেলতে পারি তাহলে ক্রিকেটে সমস্যা কোথায়? বুঝলাম ভারত পাকিস্তানে আসবে না, পাকিস্তানও ভারতে যাবে না। কিন্তু আমরা তো এশিয়া কাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে নিরপেক্ষ মাঠে মুখোমুখি হচ্ছি। দ্বিপাক্ষিক সিরিজেও কি এমন করতে পারি না?’

‘পাকিস্তান ভ্রমণের জন্য নিরাপদ জায়গা। ভারতের কাবাডি দল এসেছে। বাংলাদেশ টেস্ট খেলে গেছে। এরপরও যদি সমস্যা থাকে তাহলে নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব করছি। তবে পাকিস্তান আতিথেয়তা দেওয়ায় বিশ্বের অন্যতম সেরা। ভারত তা ভালোমতোই জানে। বীরেন্দর শেহওয়াগ, সৌরভ গাঙ্গুলি কিংবা শচীনকে জিজ্ঞেস করুন, ওদের আমরা খুবই ভালোবাসি। আমাদের মধ্যে যে ব্যবধান ক্রিকেটে তার প্রভাব পড়া ঠিক হবে না। আশা করি, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলবে।’

‘সম্পর্কচ্ছেদ করতে চাইলে ব্যবসা-বাণিজ্য বন্ধ করুন, কাবাডি খেলা বন্ধ করুন, শুধু ক্রিকেট কেন? ক্রিকেটের প্রসঙ্গ উঠলেই বিষয়টি রাজনৈতিক হয়ে যায়। এটা ভীষণ হতাশার। আমরা পেঁয়াজ-টমেটো আমদানি-রপ্তানি করতে পারি, হাসিঠাট্টা করতে পারি, তাহলে ক্রিকেট খেলায় কী সমস্যা?’

সামনেই এশিয়া কাপ। এবারের আসরটি বসবে পাকিস্তানের মাটিতে। কিন্তু পাকিস্তানে এসে খেলতে আপত্তি জানিয়েছে ভারত। কদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছে, এবারের এশিয়া কাপ টি-টুয়েন্টি পাকিস্তানে হলে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তারা পাকিস্তানে খেলতে যাবে না।

আরও পড়ুন : ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াই ফেভারিট

এই প্রসঙ্গ টেনে আরেক সাবেক পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি বলেছেন, ‘এশিয়া কাপ অবশ্যই ভারত-পাকিস্তান দুই দলের অংশগ্রহণেই হওয়া উচিত। তৃতীয় কোনো পক্ষ ছাড়াই ভারত-পাকিস্তানের এক সঙ্গে বসে সমস্যাগুলো সমাধান করে নেওয়ার সময় এসেছে এখন। সমস্যা অনেক আছে, কিন্তু দুই দেশের কর্মকর্তারা এক সঙ্গে আলোচনায় বসলে এর সমাধান সম্ভব। তবে এশিয়া কাপ যেখানেই হোক ভারত-পাকিস্তানের অংশগ্রহণেই হওয়া উচিত।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড