• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাসভাউরেকে বিদায় করে আকবরদের সাফল্য

  ক্রীড়া ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৮
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
জিম্বাবুয়ে ওপেনার মাসভাউরে (ছবি : সংগৃহীত)

বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে সফরকারী জিম্বাবুয়ে। লাঞ্চ বিরতির পরেই সফলতার মুখ দেখল বিসিবি একাদশ। ৭৭ বলে ৭ চারে ৪৫ রান করা প্রিন্স মাসভাউরেকে আউট করেন অধিনায়ক আল আমিন জুনিয়র। এ দিকে, ১০০ বলে ৮ চারে ৫১ রান করে স্বেচ্ছায় ক্রিজ থেকে বিদায় নেন কেভিন কাসুজা। উইকেটে ব্রায়ান মুদজিনগানিয়ামা ও ক্রেইগ আরভিন।

এর আগে টস ছাড়াই ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। বিকেএসপিতে হয়নি কোনো টস। সফরকারীদের ইচ্ছা মেনে আগে ব্যাট করতে দেওয়া হয়েছে। ব্যাটিং প্রস্তুতিটা ভালোভাবেই সারেন দুই ওপেনার। প্রথম সেশনে বিনা উইকেটে ৯৫ রান তোলেন তারা। ৫১ রানে কাসুজা ও মাসভাউরে অপরাজিত ছিলেন ৪০ রানে।

বিসিবি একাদশের স্কোয়াড : নাঈম শেখ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল আমিন জুনিয়র (অধিনায়ক), ফারদিন অ্যানি শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড : ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার এমপফু, ব্রায়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুটোম্বোডজি, এইনসলে এনডিলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডন টেইলর, ডোলান্ড তিরিপানো, চার্লটন টিসুমা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড