• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াই ফেভারিট : স্টিভ ওয়াহ

  ক্রীড়া ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৪
স্টিভ ওয়াহ
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ (ছবি : সংগৃহীত)

চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে বিরাট কোহলির দল। সেই সফরে পূর্ণ শক্তির ব্যাটিং লাইনআপ ও তীক্ষ্ণ বোলিং আক্রমণের জন্য অজিদেরই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।

২০১৯ সালে অস্ট্রেলিয়ায় এসে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। কিন্তু সেই সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন না ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। দুজনেই তখন বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ ছিলেন। এবার কিন্তু তা হবে না।

স্টিভ বলেন, ‘সিরিজে অস্ট্রেলিয়াই আমার মতে এগিয়ে। আমরা এখানের পিচ সম্পর্কে জানি। আর দিন-রাতের টেস্ট তো ভারতের কাছে এখনো নতুন ব্যাপার। বিরাট কোহলি যেভাবে চ্যালেঞ্জ নিয়েছে তাতে অবশ্য আমি খুশি। বিশ্বের সেরা দল হতে গেলে অ্যাওয়ে টেস্টও যতটা সম্ভব বেশি জিততে হবে।’

আরও পড়ুন : জিম্বাবুয়ে বধের মিশনে ক্যাম্পে মুশফিক-মুস্তাফিজরা

চলতি বছরের ডিসেম্বরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্র্যাডম্যানের দেশে আসছে ভারত। যা চলবে জানুয়ারি পর্যন্ত। সেই সিরিজে থাকছে দিন-রাতের টেস্টও। শেষ সফরে কোহলিরা অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতলেও ৫৪ বছর বয়সী স্টিভ বলেন, ‘ভারতের গতবারের জয়ের কৃতিত্ব কেড়ে নিচ্ছি না। তবে সেবার সেরা ব্যাটসম্যানদের পায়নি অস্ট্রেলিয়া। এখন আবার মারনাস লাবুশেইনেও চলে এসেছে। বোলিংকেও অনেক জমাট দেখাচ্ছে। ভারতের যদিও দুর্বলতা নেই। তাই এই সিরিজ হাড্ডাহাড্ডি হতে চলেছে।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড