• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সাকিব ছাড়াও বাংলাদেশ ভয়ংকর’

  ক্রীড়া ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২
জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান চাকাভা
জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান চাকাভা (ছবি : সংগৃহীত)

আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞার কারণে দলে নেই সাকিব আল হাসান। সাকিব না থাকলেও বাংলাদেশের স্পিনারদের নিয়ে আতঙ্কিত সফরকারী জিম্বাবুয়ে দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান চাকাভা। চাকাভা বলেছেন, সাকিব না থাকলেও নির্ভার হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশি স্পিনারদের নিয়েই তাদের বেশি ভয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনের সময় চাকাভা বলেন, ‘সাকিব একজন বড় তারকা। তবে সর্বশেষ আমরা যখন এখানে খেলেছি তারপর বাংলাদেশের হয়ে অনেক খেলোয়াড় উঠে এসেছে। সাকিব না থাকলেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি কমেনি। তাই আমরা একটি জায়গায় একমত, সেটি হচ্ছে বাংলাদেশের স্পিনারের মোকাবিলা। এটি হবে বড় একটি চ্যালেঞ্জ। তবে ভালো করার বিষয়ে আমরা আশাবাদী।’

২০১৮ সালে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেবার ১-১ ড্র হয়েছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুণ নৈপুণ্য দেখিয়ে সফরকারীরা প্রথম টেস্ট জিতে নিলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় তুলে নেয়। তবে ওই ম্যাচেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল জিম্বাবুয়ে। আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচেও ভালো পারফরম্যান্স প্রদর্শনের আশা করছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া ম্যাচটিকেই জিম্বাবুয়ে প্রেরণা হিসেবে নিতে চায় বলে জানিয়েছেন চাকাভা। তিনি বলেন, ‘আমাদের দরকার সিলেটে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের দিকে তাকানো। সেখানে আমরা কীভাবে খেলেছি এবং জয় পেয়েছি। ওইরকম পারফরম্যান্সেরই পুনরাবৃত্তির প্রয়োজন। আশা করি এবারো সেভাবে খেলে সফলতা লাভ করতে পারব।’

নিজেদের মাঠে বাংলাদেশ সব সময় খুবই শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, তারা শুধু নিজেদের সামর্থ্যর বিষয়েই বেশি মনোযোগ দিচ্ছেন। চাকাবা বলেন, ‘বাংলাদেশ সব সময় প্রতিদ্বন্দ্বী দল। তবে আমরা শুধু নিজেদের ভালো পারফরম্যান্সের দিকেই বেশি জোর দিচ্ছি। বাংলাদেশ স্কোয়াড নিয়ে খুব বেশি ভাবতে চাই না।’

উপমহাদেশের বাইরের দলগুলো বাংলাদেশের কন্ডিশনকে বেশ কঠিন মনে করলেও জিম্বাবুয়ের জন্য সেটি খুব বেশি প্রযোজ্য নয় বলেই মনে করা হয়। কারণ তারা নিয়মিতভাবেই বাংলাদেশ সফর করে থাকে। সেখানকার প্রচুর সংখ্যক ক্রিকেটার এখানকার ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত খেলে থাকেন। যে কারণে বাংলাদেশের কন্ডিশন নিয়ে জিম্বাবুয়ে উদ্বিগ্ন নয় বলেই জানান চাকাভা। বরং এখানকার কন্ডিশনকে উপভোগ করে ভালো ফলাফল করতে চায় তারা।

চাকাভা বলেন, ‘আমরা এখানকার কন্ডিশনকে ভয় পাই না। বরং এই মুহূর্তে এই কন্ডিশনকে উপভোগ করছি।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড