• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুশফিক যখন বোলার! (ভিডিও)

  ক্রীড়া ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৯
মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম (ছবি: সংগৃহীত)

দেশসেরা ব্যাটসম্যান বলা হয় তাকে। গ্লাভস হাতে সামলান উইকেটরক্ষকের দায়িত্বও। সেই মুশফিকই দলের প্রয়োজনে করলেন বোলিং। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) কক্সবাজারে পূর্বাঞ্চলের বিপক্ষে বোলিং করতে দেখা গিয়েছে জাতীয় দলের এ সাবেক অধিনায়ককে।

বিসিএলের শেষ দিনে পূর্বাঞ্চলকে মাত্র ২১১ রানের লক্ষ্য দিতে পারে মুশফিকের উত্তরাঞ্চল। তবে দলীয় ১৮ রানে পিনাক ঘোষ রান আউট হলে শুরুতেই কিছুটা চাপে পড়ে পূর্বাঞ্চল। এরপরই বড় জুটি গড়ে তোলেন মোহাম্মদ আশরাফুল ও ইয়াসির আলী। দুইজনই মারকুটে ব্যাটিং করেন। মোহাম্মদ সাইফউদ্দিন-সানজামুলরা যখন কিছুতেই তাদের জুটি ভাঙতে পারছিলেন না তখনই বল হাতে তুলে নেন মুশফিক। মোট ৩ ওভারে ১৭ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি।

ইনিংসের ১৯তম ওভারে প্রথম বল হাতে তুলে নেন মুশফিক। সে ওভারে দেন ৬ রান। এরপর আরও দুই ওভার বোলিং করেন তিনি। তবে বৃথাই গেছে মুশফিকের প্রচেষ্টা। হার এড়াতে পারেনি তার দল। ইয়াসির আলীর সেঞ্চুরি ও আশরাফুলের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পূর্বাঞ্চল।

এবারই প্রথম নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগেও অবশ্য হাত ঘুরাতে দেখা গেছে মুশফিককে। অফ স্পিন বোলিং করে একবার উইকেটের দেখাও পেয়েছিলেন তিনি। তার সেরা বোলিং ফিগার ২৩ রানে ১ উইকেট। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১২ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মুশফিক। তবে লিস্ট এ কিংবা টি-টুয়েন্টিতে কখনো বোলিং করতে দেখা যায়নি মুশফিককে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড