• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্দান্ত জয়ে শুরু সাঙ্গাকারাদের পাকিস্তান সফর

  ক্রীড়া ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৫
এমসিসি
ম্যাচের দৃশ্য (ছবি: সংগৃহীত)

সাবেক শ্রীলঙ্কান তারকা কুমার সাঙ্গাকারার নেতৃত্বে পাকিস্তান সফরে গিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এ সফরে নিজেদের প্রথম ম্যাচে লাহোর কালান্দার্সকে ৪ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা।

ধীরে ধীরে পাকিস্তানে ফিরতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তান ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে ক্রিকেটের জন্য নিরাপদ প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) পাকিস্তান সফরে এসেছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের বিপক্ষে সফরের প্রথম টি-টুয়েন্টি খেলতে নামে এমসিসি। এমসিসির নেতৃত্ব দেন সাঙ্গাকারা আর লাহোরের নেতৃত্ব দেন সোহেল খান।

আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৩৫ রান জমা করে লাহোর। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ফখর জামান। এছাড়া সোহেল খান ৪০ ও সালমান বাট করেন ২৮ রান।

জবাবে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় এমসিসি। সর্বোচ্চ ৪২ রান করেন ম্যাচসেরা রবি বোপারা। এছাড়া সামিট প্যাটেল ৩১ ও সাঙ্গাকারা করেন ২৫ রান।

এ সফরে মোট ৩টি টি-টুয়েন্টি ও একটি ওয়ানডে খেলবে এমসিসি। সবগুলো ম্যাচই লাহোরে অনুষ্ঠিত হবে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড