• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবসর নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক

  ক্রীড়া ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩১
শোয়েব মালিক
পাকিস্তানের ডানহাতি ব্যাটসম্যান মালিক (ছবি : সংগৃহীত)

টেস্ট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন শোয়েব মালিক। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপ শেষে ওয়ানডেকে বিদায় জানালেও এখনো খেলে যাচ্ছেন টি-টুয়েন্টি। ৩৮ বছরে পা দেওয়া মালিক টি-টুয়েন্টি ক্রিকেটকে কবে বিদায় জানাচ্ছেন তা নিয়ে ভক্তমহলে রয়েছে নানা প্রশ্ন। তবে এখনি অবসর নিচ্ছেন না বলে জানিয়েছেন শোয়েব। ভাবছেন পিএসএল ও টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে।

সংবাদমাধ্যমকে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ এখনো দূরে। আমি মনে করি আমার ভাবনার সবকিছু এখন পাকিস্তান সুপার লিগ এবং পাকিস্তানের আসন্ন ম্যাচগুলো ঘিরেই হওয়া উচিত। যখন বিশ্বকাপের খুব কাছে এসে দাঁড়াব, তখন ভাবা যাবে আমি কী করব।’

তবে একটা বিষয় মালিক পরিষ্কার করলেন, ‘বিশ্বকাপের আগে আমি আমার ফিটনেস এবং জাতীয় দলে আমার অবস্থানটা দেখব। এরপর আমি অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

মালিকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক গত শতাব্দীতে। ১৯৯৯ সাল থেকে পাকিস্তানের জার্সিতে খেলে চলেছেন। ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে ও ১১৩টি টি-টুয়েন্টি খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন দেশকে।

আরও পড়ুন : ছক্কা তাণ্ডবে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন ডি কক

ক্যারিয়ারে নানা সময় সমালোচনার শিকার হতে হয়েছে। জায়গা হারিয়েছেন দল থেকে। সমালোচনা প্রসঙ্গে মালিক বলছেন, ‘এটা এমন একটা বিষয় যার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। এসব নিয়ে আমি গভীরভাবে ভাবি না। জীবনে অনেক কিছুই অর্জন করেছি। পাকিস্তানের জন্য খেলে যাওয়াটা আমার জন্য অনেক বড় সম্মানের। একই সঙ্গে সিনিয়র খেলোয়াড় হিসেবে পারফর্ম করে যাওয়াটাও।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড