• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছক্কা তাণ্ডবে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন ডি কক

  ক্রীড়া ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫১
কুইন্টন ডি কক
প্রোটিয়া অধিনায়ক ডি কক (ছবি : সংগৃহীত)

প্রথম টি-টুয়েন্টির মতোই জমজমাট ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচটিও। তবে প্রোটিয়াদের জন্য দুঃসংবাদ। এত বড় সুযোগ পেয়েও জয় পেল না তারা। শেষ দুই বলে মাত্র তিন রান দরকার ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। লক্ষ্যের কাছে গিয়েও ম্যাচ ফসকে গেল তাদের শেষ দুই বলে উইকেট হারানোয়। এতে সিরিজ বাঁচাল ইংল্যান্ড। তবু ম্যাচটি ডি ককের জন্য হয়ে থাকবে স্মরণীয়। এ ম্যাচে প্রোটিয়াদের হয়ে রেকর্ড গড়লেন দলের অধিনায়ক ও উইকেটরক্ষক।

ইংলিশদের দেওয়া ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ডি কক। ইংলিশ বোলারদের একের পর এক বলকে পিটিয়ে সীমানা পার করতে থাকেন তিনি। পাওয়ার প্লেতে বাভুমার সাথে যোগ করেন ৬৯ রান।

আরও পড়ুন : ২ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজে ফিরল ইংল্যান্ড

মাত্র ১৭ বলে ১টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি গড়েন কক। এতেই প্রোটিয়াদের হয়ে ডি ভিলিয়ার্সের গড়া দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ভাঙেন এ বাঁহাতি ব্যাটসম্যান। টি-টুয়েন্টিতে ২১ বলে হাফসেঞ্চুরির রেকর্ড ছিল ডি ভিলিয়ার্সের। সেই রেকর্ডও ছিল ইংল্যান্ডের বিপক্ষে। হাফসেঞ্চুরির পরও খুনে ব্যাটিং করেন ডি কক। মাত্র ২২ বলে ২টি চার ও ৮টি ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড