• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়ার্নারকে ‘সম্মান’ দিতে চায় দক্ষিণ আফ্রিকা

  ক্রীড়া ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২১
ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার (ছবি : অস্ট্রেলিয়া ক্রিকেট)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালে কেপটাউন টেস্ট খেলার সময় বল বিকৃতি করার কারণে ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায় ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। আগামী ২৬ ফেব্রুয়ারি আবারও কেপটাউনে খেলতে নামবেন তারা। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে প্রোটিয়া সমর্থকদের থেকে সম্মান প্রত্যাশা করেছেন ওয়ার্নার। তাকে সম্মান জানাতে দর্শকদের অনুরোধ করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী জ্যাকস পল।

২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের আগমুহূর্তে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন স্মিথ ও ওয়ার্নার। এরপর থেকে বেশ কয়েকবার প্রতিপক্ষের দুয়োর শিকার হন এই দুজন।

যদিও এসবের তোয়াক্কা করেন না ওয়ার্নার তবুও প্রোটিয়া সমর্থকদের কাছ থেকে সম্মান প্রত্যাশা করছেন এই অজি ওপেনার। ওয়ার্নারদের সম্মান জানাতে দর্শকদের অনুরোধ করে পল বলেন, ‘আমি দক্ষিণ আফ্রিকার ভক্তদের অনুরোধ করব, তারা যেন প্রতিপক্ষকে সম্মান করে। কোনো কিছু নিয়ে তারা যেন মাতামাতি না করে। শেষবার যা হয়েছে তা দুঃখজনক। আমরা আশা করব সবাই যেন দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করে। প্রতিপক্ষকেও সম্মানের চোখে দেখে।’

আরও পড়ুন : ২ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজে ফিরল ইংল্যান্ড

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার সিডনি রেডিও স্টেশন টু জিবিকে ওয়ার্নার বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এসবের (প্রতিপক্ষের দুয়ো) কিছুই মনে রাখিনি। আমি সেখানে যাব এবং রান করে দল জেতানোর চেষ্টা করব। পরিস্থিতি আমাদের অনুকূলে থাকবে না এটাই স্বাভাবিক। তবে দক্ষিণ আফ্রিকায় আমরা সম্মানের প্রত্যাশা করব। এর আগেও এখানে যখন ছিলাম তখন আমাদের দারুণ আপ্যায়ন করা হতো।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড