• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিএসএলে পাকিস্তান মাতাবেন যে তারকারা

  ক্রীড়া ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:২০
পিএসএল
সাদাব খান, ফখর জামান ও শাহিন আফ্রিদি (ছবি: সংগৃহীত)

নিরাপত্তার অজুহাতে দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট খেলতে আসেনি কোনো দেশ। তবে ধীরে ধীরে দেশটিতে আবারও ফিরতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট। আর তাই দেশটির ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগও (পিএসএল) পাকিস্তানে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

প্রথমবার পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএল। টুর্নামেন্টের আগের চারটি আসরই অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তানে ফিরলেও টুর্নামেন্টে ঘাটতি নেই তারকার। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তারকার মেলাই বসতে যাচ্ছে।

পাকিস্তানের চারটি শহরে অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট। শহর চারটি হলো—লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতান। টুর্নামেন্টে অংশ নেবে ছয় দল। ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এ ছয় দলে খেলবেন দেশি-বিদেশি তারকারা। গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে মোট ৩০টি ম্যাচ। এরপর নকআউট ও ফাইনালসহ হবে আরও ৪টি ম্যাচ।

দেখে নিন পিএসএলে ৬ দলের হয়ে মাঠ মাতাবেন কারা—

ইসলামাবাদ ইউনাইটেড

দেশি : শাদাব খান (অধিনায়ক), ফাহিম আশরাফ, আসিফ আলী, হোসেন তালাত, রুম্মন রইস, আহমেদ বাট, মুসা খান, রিজওয়ান

হোসেন, জাফর গহর, আকিফ জাবেদ, আহমেদ শাফি আব্দুল্লাহ, সাইফ বদর।

বিদেশি : ডেল স্টেইন, কলিন ইনগ্রাম, কলিন মুনরো, লুক রঙ্কি, রেসি ফন ডার ডুসেন, ফিল সল্ট, ডেভিড মালান।

করাচি কিংস

দেশি : ইমাদ ওয়াসিম (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ আমির, ইফতিখার আহমেদ, আমির ইয়ামিন, শারজিল খান, উসমান মীর, মোহাম্মদ রিজওয়ান, উমাইদ আসিফ, আলী খান, উমের খান, আরশাদ ইকবাল, আওয়াইজ জিয়া।

বিদেশি : অ্যালেক্স হেলস, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট, চ্যাডউইক ওয়ালটন, মিচেল ম্যাকক্লেনাগেন।

লাহোর কালান্দার্স

দেশি : সোহেল আকতার (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, সালমান বাট, শাহিন শাহ আফ্রিদি, উসমান শিনওয়ারি, হারিস রউফ, ফারজান রাজা, জাহিদ আলী, মোহাম্মদ ফায়জান, দিলবার হোসেন।

বিদেশি : ক্রিস লিন, সেকুগে প্রসন্ন, লেন্ডল সিমন্স, ডেভিড ভিসে, সামিট প্যাটেল, বেন ডাঙ্ক, ড্যান ভিলাস।

মুলতান সুলতানস

দেশি : শান মাসুদ (অধিনায়ক), শহীদ আফ্রিদি, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীর, জিসান আশরাফ, আলী শফিক, খুশদিল শাহ, উসমান কাদির, মোহাম্মদ ইলিয়াস, রোহেল নাজির, বিলওয়াল ভাট্টি।

বিদেশি : মঈন আলী, রাইলি রুশো, জেমস ভিন্স, ফাবিয়েন অ্যালেন, রবি বোপারা, ইমরান তাহির।

পেশোয়ার জালমি

দেশি : হাসান আলী, ইমাম-উল-হক, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, কামরান আকবল, উমর আমিন, মোহাম্মদ মহসিন, রাহাত আলী, আদিল আমিন, আমির খান, আমির আলী, হায়দার আলী।

বিদেশি : ড্যারেন স্যামি (অধিনায়ক), কাইরান পোলার্ড, লিয়াম ডসন, ডোয়াইন প্রিটোরিয়াস, লিয়াম লিভিংস্টোন, টম ব্যান্টন, কার্লোস ব্রাথওয়েট, লুইস গ্রেগরি।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

দেশি : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, উমর আকবল, ফাওয়াদ আলম, আহসান আলী, নাসিম শাহ, সোহেল খান, আব্দুল নাসির, আরিশ আলী খান, আজম খান, খুররান মনজুর।

বিদেশি : শেন ওয়াটসন, জেসন রয়, বেন কাটিং, টাইমাল মিলস, কিমো পল

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড