• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত যুবাদের খেলার অধিকার নেই : কপিল

  ক্রীড়া ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৭
কপিল দেব
ভারতের বিশ্বকাপ জয়ী তারকা কপিল দেব (ছবি : সংগৃহীত)

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের শেষে ভারত-বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতির ঘটনায় ক্ষুব্ধ ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। গতকাল (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে রবি বিষ্ণইদের আচরণের তীব্র সমালোচনা করলেন তিনি।

কপিল বলেন, ‘কে বলে ক্রিকেট ভদ্রলোকের খেলা? ফাইনাল শেষে যা হয়েছে এরপর ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা যায় না। ছোট ছোট ছেলেদের মধ্যে সেদিন যা ঘটেছে সেটা সত্যিই ভয়ংকর। ক্রিকেট বোর্ডের তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল দ্বিতীয়বার না করে। তুমি ম্যাচ হেরেছ। তোমার অধিকার নেই আবার মাঠে যাওয়ার এবং কারও সঙ্গে মারামারি করার।’

কপিলের উত্তরেই স্পষ্ট, তিনি কতটা ক্ষুব্ধ। বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির কারণে পাঁচ ক্রিকেটারের শাস্তি হয়েছে। ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণইকে শাস্তি দেওয়া হয়েছে। বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামিম হোসেন ও রকিবুল হাসান বেশ কয়েকটি ম্যাচ নিষিদ্ধ হয়েছে।

কপিলকে আরও প্রশ্ন করা হয়, এই ঘটনাকে কীভাবে দেখছেন? তার উত্তর, ‘ম্যাচ শেষে যা হয়েছে তা অত্যন্ত ভয়ংকর। যে কোনো দল ম্যাচে হারতেই পারে। কিন্তু এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়। চুপচাপ ড্রেসিংরুমে ফিরে আসা উচিত ছিল। দু’দেশের ক্রিকেট বোর্ডের উচিত ওদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

কপিল সব চেয়ে বেশি ক্ষুব্ধ, দু’দেশের সাপোর্ট স্টাফ ও ম্যানেজারের ওপরে। বলছিলেন, ‘সবচেয়ে বেশি দোষ দেব অধিনায়ক, ম্যানেজার ও যারা ডাগ আউটে বসেছিলেন, তাদের। অনেক সময় একজন ১৮ বছর বয়সী ছেলে বুঝতে পারে না কী আচরণ করা উচিত। কিন্তু এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটা তো ম্যানেজারের দেখতে হবে।’

আরও পড়ুন :-ক্রিকেটে ‘অবিশ্বাস্য’ রেকর্ডের সামনে টেইলর

এ দিকে, বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট যশস্বী জয়সওয়ালের ট্রফি ভেঙে গিয়েছিল। বৃহস্পতিবার তা মেরামতও করে দেওয়া হয়েছে। অনেকে মনে করছেন রাগের মাথায় ট্রফি ভেঙে দিয়েছেন যশস্বী। কিন্তু সংবাদ সংস্থা পিটিআই-কে এক কর্তা বলেন, যাতায়াতের পথে ভেঙে গিয়েছিল ট্রফি। এ ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয়।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড