• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিককে চায় বিসিবি

  ক্রীড়া ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৩
মুশফিকুর রহীম
জাতীয় দলের উইকেরক্ষক ব্যাটসম্যান মুশফিক (ছবি : সংগৃহীত)

নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে মুশফিকুর রহীম না যাওয়ায় তার ওপর অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকের এমন আচরণের কারণে কয়েকদিন আগেই বিসিবির প্রধান নির্বাচক বলেই দিয়েছেন মুশফিক অটো চয়েস নন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হলে তাকেও দিতে হবে ফিটনেস পরীক্ষা।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মুশফিক ইনজুরিতে। ফিটনেস দিয়েই তাকে আসতে হবে। শুধু সেটাই নয়, মুশফিক পাকিস্তানে না যাওয়াতে কম্বিনেশনে ধারাবাহিকতা থাকে না। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিককে রাখা নাও হতে পারে।’

কিন্তু মজার ব্যাপার হলো পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানো মুশফিকের প্রতি যতই নাখোশ হোক বিসিবি, অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে নামতে রাজি নয় বোর্ড। বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমরা যেভাবে পাকিস্তানের বিপক্ষে খেলেছি তাতে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না। জিম্বাবুয়ের বিপক্ষে তাই আমরা সেরা স্কোয়াডই নির্বাচন করব।’

আরও পড়ুন :-জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন মাশরাফি?

ইনজুরির কারণে এরই মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে পড়েছেন পেসার আল-আমিন হোসেন। মাসের শেষে বিয়ের কারণে জিম্বাবুয়ে টেস্টে থাকছেন না ব্যাটসম্যান সৌম্য সরকারও। পারফরম্যান্সের কারণে মাহমুদউল্লাহকেও বাদ দেওয়ার পরিকল্পনা করছে বোর্ড। তাই দেশের মাটিতে টেস্ট জিততে মুশফিককে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে চায় বিসিবি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড