• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ দলে আবারও হস্তক্ষেপ করতে চান পাপন

  ক্রীড়া ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০০
নাজমুল হাসান
বিসিবি সভাপতি নাজমুল হাসান (ছবি : সংগৃহীত)

ক্রিকেটে জাতীয় দল গঠন কিংবা ম্যাচের একাদশ নির্বাচন কোনোটাই বোর্ড সভাপতির কাজ নয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দল নির্বাচন কিংবা একাদশ গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলোতে সবসময়ই হস্তক্ষেপ করেন।

এ কারণে অনেকসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। নাম দেওয়া হয়েছিল মিস্টার ইন্টারফেয়ারার। তার দাবি ৬ মাস দলের এসব কিছুতে ছিলেন না বলেই এমন অবস্থা। দলের ভালোর জন্য আবারও অপবাদ পেতে রাজি বিসিবি সভাপতি।

বিশ্বকাপজয়ী যুব দলকে গতকাল (১২ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরণ করে নেওয়ার পর সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘টসে জিতলে কী নেব, কে কোথায় নামবে, সব ছিল আমার মুখস্থ। আমার সঙ্গে আগেই কথা হয়ে থাকত। এখন কিন্তু তা নেই। এখন উল্টো হচ্ছে। আমাকে যদি বলে ফিল্ডিং নেব, খেলা শুরুর পর দেখি ব্যাটিং নিয়েছে। আমি কিছু বুঝি না। এমন শুরু হয়েছে ভারত সফর থেকে। এমনকি এর আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও যা বলে গেলাম, এসে দেখি সব উল্টো। এ জন্য আমি মনে করি সবচেয়ে বড় দায়ী আমি নিজে। খুব বেশি এখান থেকে সরে আসতে চাইছিলাম। ভেবেছিলাম অনেক হয়েছে। আস্তে আস্তে ওরা নিজেরাই ঠিক হয়ে যাবে। এখন দেখছি না আবার আগের মতো হতে হবে।’

জাতীয় দলের ব্যর্থতায় পুরনো অবস্থানে ফিরতে চান তিনি, ‘আপনারা আমার নাম দিয়েছিলেন না ‘মিস্টার ইন্টারফেয়ারার’। এখন দেখছি যে আবার আগের মতো ওইরকম একটা নাম পড়তে যাচ্ছে।’

আরও পড়ুন : বউকে ছাড়তে ক্লার্কের খরচ ৩৩৯ কোটি টাকা

জাতীয় দলের বাজে পারফরম্যান্স নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘হঠাৎ করেই ছন্দপতন হচ্ছে। গত বিশ্বকাপের পর থেকে। সাকিব ছাড়া তেমন কোনো দলগত পারফরম্যান্সও কিন্তু পাইনি। তারপর তো যাচ্ছেতাই অবস্থা। আমার তো মনেই হয় না এটা বাংলাদেশ দল।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড