• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

না হেরেও বাদ পড়ল আবাহনী

  ক্রীড়া ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০০
আবাহনী লিমিটেড
আবাহনী ফুটবল দল (ছবি : বাফুফে)

এএফসি কাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ল ঢাকা আবাহনী। গতকাল (১২ ফেব্রুয়ারি) বুধবার ফিরতি লেগে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। এতেই বিদায় নিশ্চিত হলো ঢাকার জায়ান্টদের।

পরের রাউন্ডে যেতে হলে এ ম্যাচে জিততে হতো আবাহনীকে। জিততে না পারলেও কমপক্ষে ৩-৩ গোলে ড্র করতে হতো। কারণ প্রথম লেগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করে আবাহনী। তাই অ্যাওয়ে গোলের সুবিধায় এগিয়ে ছিল মালদ্বীপের ক্লাব মাজিয়া।

মালদ্বীপের মাঠে স্বাগতিকদের বিপক্ষে সুবিধা করতে পারেনি আবাহনী। আবাহনীর জালের নাগালও পায়নি মাজিয়া। কিন্তু শেষ পর্যন্ত প্রথম লেগের ফলাফলের কাছে হার মানতে হলো আবাহনীকে।

৫ ফেব্রুয়ারি প্রথম লেগের সে ম্যাচে আবাহনী ২-২ গোলে ড্র করেছিল। সেই ড্রয়ে ভর করেই মাজিয়া পৌঁছে গেছে পরের রাউন্ডে। গত বছর ইন্টার জোনাল প্লে অফের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া আবাহনী এবার বিদায় নিল বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড থেকে। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও জয়ের সুযোগ পেয়েছিল আবাহনী।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড