• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়ানডেতে লজ্জার রেকর্ড গড়ল ট্রাম্পের দেশ

  ক্রীড়া ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২
যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা
যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা (ছবি : সংগৃহীত)

ওয়ানডে ক্রিকেটে লজ্জার রেকর্ডের সঙ্গী হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। ক্রিকেট বিশ্বকাপ লিগ দুইয়ের ম্যাচে নেপালের দুই স্পিনার সন্দিপ লামিচানে ও সুশান ভারির ঘূর্ণিতে মাত্র ৩৫ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র! যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড।

ওয়ানডেতে এটাই সবচেয়ে কম বল স্থায়ী ইনিংস। বিব্রতকর এই রেকর্ড আগে ছিল জিম্বাবুয়ের। ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি হারারেতে আফগানিস্তানের বিপক্ষে ৮৩ বলে গুটিয়ে গিয়েছিল দলটি। যুক্তরাষ্ট্রের ইনিংস টিকেছে কেবল ৭২ বল!

বুধবার (১২ ফেব্রুয়ারি) নেপালের কির্তীপুরে প্রথমে ব্যাট করতে নেমে লামিচানে ও সুশানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২ ওভারে ৩৫ রানেই অলআউট হয় ডোনাল্ড ট্রাম্পের দেশ। লামিচানে ৬ ওভার বল করে একাই নিয়েছেন ৬ উইকেট। এছাড়া সুশান ভারি নিয়েছেন ৪ উইকেট।

৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পরশ খাদকার ১২ বলে ২০ রানে মাত্র ৫.২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় নেপাল। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বল বাকি থাকতে জয়ের রেকর্ড। এর আগের রেকর্ডটি শ্রীলঙ্কার। তারা ম্যাচ জিতেছিল ৪.৪ ওভারে (২০০৩ সালে কানাডার বিপক্ষে)!

সংক্ষিপ্ত স্কোর

যুক্তরাষ্ট্র : ৩৫/১০ (১১.৫ ওভার) নেপাল : ৩৬/২ (৫.২ ওভার) ফল : নেপাল জয়ী ৮ উইকেটে (২৬৮ বল হাতে রেখে)।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড