• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিসিএলে অবহেলিত সাব্বির

  ক্রীড়া ডেস্ক

২৮ জানুয়ারি ২০২০, ১৪:৩৫
সাব্বির রহমান
জাতীয় দলের ডানহাতি ব্যাটসম্যান সাব্বির (ছবি : সংগৃহীত)

অনেকটা নীরবেই সবার অনুপস্থিতিতে হয়ে গেল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটে অবিক্রিত রয়ে গেছেন জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ সাব্বির রহমান।

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। এবার বিপিএলেও তার পারফরম্যান্স ছিল একেবারেই সাদামাটা। আর তার প্রভাবই পড়েছে বিসিএল প্লেয়ার্স ড্রাফটে। পয়সা খরচ করে তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।

মূলত জাতীয় লিগের পারফরম্যান্স বিবেচনা করে বিসিএলে খেলোয়াড় বাছাই করা হয়। কিন্তু সেখানে সাব্বিরের পারফর‌ম্যান্স ছিল হতাশাজনক। পুরো আসরে মাত্র একটি হাফসেঞ্চুরি করেন তিনি। বঙ্গবন্ধু বিপিএলেও নিজের ছায়া হয়ে খেলেন তিনি।

কুমিল্লা ওয়ারিয়র্সের জার্সিতে আসরের শুরুর দিকে দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। কিন্তু রান খরায় ভুগতে থাকা এ ব্যাটসম্যান ছিটকে পড়েন একাদশ থেকে। সাব্বির ছাড়াও বিসিএলে দল পাননি জাতীয় দলের আরেক সদস্য আবু হায়দার রনি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড