• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

৬০০ বলে ৪৮ ছক্কায় ৮১৮ রানের ম্যাচ দেখল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, ২২:০৪
ফাইল ছবি
ফাইল ছবি

ভাবুন তো, একটি ওয়ানডে ম্যাচে দুই দল মিলিয়ে দুই ইনিংসে ৮১৮ রান সংগ্রহ করেছে। চার-ছক্কার ঠিক কতটা ঝড় উঠেছিল সে ম্যাচে? এবার এমনই রান বন্যার ম্যাচ দেখল বাংলাদেশ। ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ৫০ ওভারে ৪৩২ রান করেছে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি। প্রতিপক্ষ দল ট্যালেন্ট ক্রিকেট একাডেমি জবাবে করেছে ৩৮৬।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর সিটি ক্লাব মাঠে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির বিপক্ষে ৫০ ওভারে ৪৩২ রান করে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ট্যালেন্ট হান্ট করেছে ৩৮৬ রান। শেষ পর্যন্ত ৪৬ রানে জিতেছে নর্থ বেঙ্গল।

দুই ইনিংসে পুরো ৬০০ বলে রান হয়েছে ৮১৮ রান। যেন চার-ছক্কার বৃষ্টি বয়েছে সিটি ক্লাব মাঠে। দুই দল মিলে মেরেছে ৪৮টি ছক্কা আর ৭০টি চার। বিধ্বংসী ব্যাটিংয়ের শুরুটা করেন নর্থ বেঙ্গলের ওপেনার শাওন ইসলাম। মাত্র ৩৩ বলে ১০টি চার ও ৮টি ছক্কায় ৯২ রান করেছেন এই ওপেনার।

আরেক ওপেনার মাহাফিল ইসলাম ১১৭ বলে ১১৬ রান করেছেন। তিনে নেমে মোহাইমিনুল ইসলাম করেন ১০৭ বলে ৯৫। রান করেছেন চারে নামা ইদ্রিস আলীও। মাত্র ২৫ বলে ৫৮ রান করে ইদ্রিস রান আউট হলে বাকি দায়িত্ব বুঝে নিয়েছেন আলী জুবায়ের। মাত্র ১৯ বলে অপরাজিত ৪৫ রান যোগ করেছেন।৪ উইকেট হারিয়ে ৪৩২ রানের এভারেস্ট গড়ে দলটি।

ট্যালেন্ট হান্টের ব্যাটসম্যানরা বড় লক্ষ্যে খেলতে নেমে ভড়কে যায়নি। তাদের ওপেনার রুশাদ হোসেন ২৩ বলে ৬৭ রান যোগ করে উড়ন্ত সূচনা এনে দেন দলকে। এরপর রিয়াজুল ইসলামের ১০৪ বলে ১১২ রান ও এনামুল কবিরের ৫৭ বলে ৫৯ রানের ইনিংসের পরও ৪৬ রানে হারে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড