• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালো করতে আরও সময় চান মাহমুদউল্লাহ

  ক্রীড়া ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, ২১:১৯
মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ (ছবি: সংগৃহীত)

প্রথম দফায় পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। বৃষ্টিতে সিরিজের শেষ ম্যাচ ভেসে যাওয়ায় মাঠে গড়িয়েছি দুটি ম্যাচ। আর দুটিতেই হেরে সিরিজ খুইয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

বাংলাদেশ দলে রয়েছে বেশকিছু প্রতিভাবান তরুণ ক্রিকেটার। এছাড়া মাহমুদউল্লাহ-তামিমদের মতো অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছে। তারপরও ধরা দিচ্ছে না সাফল্য। ভালো ফলাফল না পাওয়ার পেছেন তরুণদের অনভিজ্ঞতাকে কারণ হিসেবে দেখছেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর তাদের অভিজ্ঞতার জন্য সময় প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে সেটা খুঁজতে হবে। আমাদের দলটা এখন তরুণ। তাদের আরও সময় দিতে হবে অভিজ্ঞতা সঞ্চার করার জন্য। আশা করি, তখন তরুণেরা ভালো পারফর্ম উপহার দিতে পারবে।’

তবে ব্যর্থতার জন্য কোনো অজুহাত দাঁড় করাচ্ছেন না টাইগার দলপতি। ভবিষ্যতে ভালো ব্যাটিং করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি সবসময় দেখে আসছি, পাকিস্তান যেন ফাস্ট বোলারদের ফ্যাক্টরি। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব সহজ ছিল না। আমরা মনে হয় বুঝতেই দেরি করে ফেলেছিলাম, আমাদের অন্যভাবে চেষ্টা করা উচিত ছিল। এটা কোনো অজুহাত নয়, পরবর্তীতে এসব মাথায় রেখে খেলব। টি-টুয়েন্টিতে আমদের ব্যাটিংটা আরও ভালো হতে হবে।’

সবশেষে পাকিস্তানের আতিথেয়তা ও নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন মাহমুদউল্লাহ। ভবিষ্যতে পাকিস্তানে খেলতে যাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক বলেন, ‘লাহোর খুব সুন্দর একটি শহর। এখানকার আতিথেয়তা, ব্যবস্থাপনা, নিরাপত্তাব্যবস্থা সবই ভালো ছিল। আশা করছি, আমরা আবারও এখানে টেস্ট খেলতে আসব। তবে ক্রিকেটীয় দিক থেকে আমি একটু অসন্তুষ্ট আমাদের পারফর্মের জন্য। তবে অবশ্যই পাকিস্তানকে কৃতিত্ব দিতে হবে। প্রথম ম্যাচে আমরা তাও একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা দুর্দান্ত খেলেছে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড