• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাথার খুলি ফেটে নিহত ইংলিশ ফুটবলার

  ক্রীড়া ডেস্ক

২৬ জানুয়ারি ২০২০, ১৩:০২
জর্ডান সিনট
জর্ডান সিনট (ছবি : বিবিসি)

ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দল আলট্রিনক্যাম এফসির ইংলিশ ফুটবলার জর্ডান সিনট দুর্বৃত্তের হামলার শিকার হয়ে মারা যান। ২৫ বছর বয়সী জর্ডান মারা যাওয়ার আগে ধারে ম্যাটলক টাউনের দলে খেলছিলেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ২টার সময় অচেতন অবস্থায় পাওয়া যায় জর্ডানকে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে মাথার খুলি ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আশঙ্কাজনক অবস্থানে ছিল জর্ডান। শেষ পর্যন্ত শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মারা যান এ ইংলিশ ফুটবলার।

ম্যাটলক ক্লাব এক বিবৃতিতে বলে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, জর্ডান সিনট মারা গেছেন। এ সময় তার পরিবার, বন্ধু-বান্ধব তার সঙ্গে ছিল।’

ক্লাব কর্তৃপক্ষ বিবৃতিতে আরও যোগ করে, ‘আমরা পুলিশ থেকে জানতে পেরেছি, দুর্বৃত্তরা তাকে (জর্ডান) মারাত্মকভাবে আঘাত করে। এর ফলে তার মাথার খুলি ফেটে যায়। তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রেখেও লাভ হয়নি।’

আরও পড়ুন- এফএ কাপে আজ মাঠে নামছে তিন জায়ান্ট

নির্মম এই ঘটনায় এরই মধ্যে ২৭ বছরের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে নটিংহ্যাম্পসায়ারের পুলিশ। তারা এক বিবৃতিতে জানায়, ‘রেটফোর্ড টাউনে ৮ জনের মতো দুর্বৃত্তকারী জর্ডানের উপর একসঙ্গে আক্রমণ করে। আমরা এ ঘটনায় একজনকে আটক করেছি।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড