• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বর্ষসেরা ক্রিকেটার সাকিব, ফুটবলার জামাল

  ক্রীড়া ডেস্ক

২৫ জানুয়ারি ২০২০, ১১:৩৩
বিএসপিএ বর্ষসেরা ক্রিকেটার সাকিব, ফুটবলার জামাল
বিএসপিএ বর্ষসেরা ক্রিকেটার সাকিব, ফুটবলার জামাল (ছবি : সংগৃহীত)

বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া বর্ষসেরা ফুটবলার হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে সাকিব এবং জামালকে পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা।

শুক্রবার (২৪ জানুয়ারি) এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং এআইপিএস এশিয়ার সভাপতি সাত্তাম আলসেহালি।

এবারের পুরস্কার জয়ীরা:

বর্ষসেরা ক্রীড়াবিদ- রোমান সানা (আর্চারি) পপুলার চয়েজ এ্যাওয়ার্ড- রোমান সানা (আর্চারি) বর্ষসেরা ক্রিকেটার- সাকিব আল হাসান বর্ষসেরা ফুটবলার- জামাল ভূঁইয়া বর্ষসেরা আর্চার- রোমান সানা বর্ষসেরা ভারোত্তোলক- মাবিয়া আক্তার সীমান্ত বর্ষসেরা কারাতেকা- হুমায়রা আক্তার অন্তরা বর্ষসেরা ফেন্সার- ফাতেমা মুজিব উদীয়মান ক্রীড়াবিদ- ইতি খাতুন (আর্চারি) বর্ষসেরা তায়কোয়ান্দোকা- দীপু চাকমা বর্ষসেরা কোচ- মার্টিন ফ্রেডরিক (আর্চারি বর্ষসেরা সংগঠক- কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব (দুজন)- রফিক উল্যাহ আখতার মিলন এবং তাজুল ইসলাম বিশেষ সম্মাননা- আব্দুল জলিল বর্ষসেরা পৃষ্ঠপোষক- সিটি গ্রুপ।

প্রসঙ্গত, দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সবচেয়ে সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), যা বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি নামে সুপরিচিত। ১৯৬২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার দুবছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করার ধারা চালু করে। গত অর্ধশতাব্দীর বেশি সময় ধরে কয়েকশ ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান পেয়েছে মর্যাদার এই পুরস্কার।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড