• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশি চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

  ক্রীড়া ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ১৬:১০
বাংলাদেশ পাকিস্তান ম্যাচ
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দৃশ্য (ফাইল ছবি)

চরম নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। তিন দফায় পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। প্রথম দফায় তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যেই পাকিস্তান পৌঁছেছে মাহমুদউল্লাহ-তামিমরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা)। সিরিজের বাকি ২ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি।

তবে হতাশার বিষয় হচ্ছে, বাংলাদেশি কোনো চ্যানেল এ সিরিজটি সরাসরি সম্প্রচার করতে পারছে না। বাংলাদেশের সিরিজগুলো সাধারণত দেশি চ্যানেলগুলোর মধ্যে বিটিভি, জিটিভি ও চ্যানেল নাইন সম্প্রচার করে। তবে এ সিরিজটি সম্প্রচারের ব্যাপারে এসব চ্যানেল এখন পর্যন্ত কোনো অফিশিয়াল ঘোষণা দেয়নি।

দেশি চ্যানেলগুলো আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমগুলোর কাছ থেকে সরাসরি স্বত্ব কিনে বাংলাদেশের সিরিজ সম্প্রচার করে। বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজটি সস্প্রচার করবে সনি সিক্স। তাদের কাছ থেকে বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার স্বত্ব কিনতে পারেনি।

সনি সিক্সের কাছ থেকে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক দেউলিয়া হওয়া ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিমবাসের সাবেক কর্মী সুনীল মানোচা। এলএসডি মিডিয়ার নামে তিনি এ স্বত্ব কিনে নেন।

জানা গেছে, সুনীল মানোচার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে চেয়েছিল সম্পৃক্ত টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু সুনীল মানোচা তাতে রাজি হয়নি। অন্যদিকে অবৈধ চ্যানেলে বাংলাদেশ থেকে টাকা পাঠালে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে। এ কারণেই মানোচার কাছ থেকে সম্প্রচার কেনেনি চ্যানেলগুলো। আর এ কারণেই দেশি চ্যানেলগুলো সিরিজটি সম্প্রচার করতে পারছে না।

বাংলাদেশের টি-টুয়েন্টি স্কোয়াড : মাহমুদুল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

পাকিস্তানের টি-টুয়েন্টি স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আমাদ বাট, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান কাদির।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড