• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

  ক্রীড়া ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ১৫:৫৯
হাসিমুখে ট্রফি হাতে দুই দলের অধিনায়ক
হাসিমুখে ট্রফি হাতে দুই দলের অধিনায়ক (ছবি : সংগৃহীত)

অনেক জল্পনা-কল্পনা শেষে পাকিস্তান গেল বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ ভাড়া করা বিমানে পাকিস্তানে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় লাহোরে পৌঁছায় টাইগাররা। কঠোর নিরাপত্তায় বিমাবন্দর থেকে ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় হোটেলে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনে নামার আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয় বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

সংবাদ সম্মেলনের আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের ট্রফি। এ সময় দুই দলের অধিনায়ককেই দেখা যায়, হাসিমুখে ট্রফি হাতে ছবি তুলতে।

এই ট্রফিটি জয়ের লক্ষ্যেই আগামীকাল শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি। শুক্রবার (২৪ জানুয়ারি) গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে প্রথম টি-টুয়েন্টি। পরেরদিন একই সময়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টুয়েন্টি। এরপর, ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় এবং শেষ টি-টুয়েন্টি।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড