• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের মাটিতে পা রেখেছেন টাইগাররা

  অধিকার ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ০৫:০২
পাকিস্তান-বাংলাদেশ সিরিজ
লাহোর বিমানবন্দরে অবতরণকালে বাংলাদেশ দল (ছবি : সংগৃহীত)

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। উড্ডয়নের পর টাইগারদের বহনকারী বিমানটি বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে লাহোর বিমানবন্দরে পৌঁছায়। এর মধ্য দিয়ে শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিমানবন্দরে সফল অবতরণ করেন মাহমুদউল্লাহর দল।

এর আগে বুধবার রাত ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন টাইগাররা। সফরসূচি অনুযায়ী আগামী ২৪ তারিখ থেকে মাঠে গড়াবে এই টি-টুয়েন্টি সিরিজ। এছাড়া বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। যা বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ৩টায় দাঁড়ায়।

আরও পড়ুন : বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে ফিলিস্তিন

উল্লেখ্য, নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে টাইগারদের পাকিস্তান সফর নিয়ে শুরু থেকেই অনীহা প্রকাশ করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত সরকারের অনুমতির পর পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সম্মতি জানায় বিসিবি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা তিন ধাপে পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড