• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

না না না কোনো টেনশন নেই : শফিউল

  ক্রীড়া প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২০, ২২:৩৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (ছবি : বিবিসি)

‘না, না, না! কোনো টেনশন নেই। যেহেতু বোর্ড সবকিছু চেক করেই পাঠাচ্ছে, তাই কোনো টেনশন নেই। ভালো করে দেশে যেন ফিরতে পারি, ভালো কিছু নিয়ে আসতে পারি- এটাই প্রত্যাশা।’ কথাগুলো বলছিলেন বাংলাদেশ দলের পেস তারকা শফিউল ইসলাম।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আজ পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ে টাইগাররা। বুধবার (২২ জানুয়ারি) রাত ৮টায় বাংলাদেশ বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটে লাহোরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন জাতীয় দলের ক্রিকেটাররা।

ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের এভাবেই বললেন পেসার শফিউল ইসলাম। তিনি বলেন, ‘আমিও লাস্ট ইমার্জিং কাপে গিয়েছি (পাকিস্তানে)। নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু ছিল না। ওই কারণেই সাহসটা আরও বেশি পেয়েছি। আর যেহেতু ন্যাশনাল টিমের খেলা; বোর্ড আশ্বস্ত বলেই যাচ্ছে। আমার ব্যক্তিগত দিক থেকে কোনো আপত্তি নেই, বোর্ড নিরাপদ ভেবেছে বলেই পাঠাচ্ছে।’

টি-টুয়েন্টি সিরিজটা চ্যালেঞ্জের কি না জানতে চাইলে শফিউল বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই। আগের সিরিজ যেরকম খেলেছি সেরকম ভালো খেলার আর দেশের জন্য ভালো কিছু দেওয়ার।’

মাশরাফি, সাকিব ও মুশফিকের মতো সিনিয়র তারকারা নেই দলে। তাই দায়িত্ব নিতে হবে তরুণদের। নিজেদের দায়িত্বের সম্পর্কে জানতে চাইলে সৌম্য সরকার বলেন, ‘অনেক সিনিয়রই নাই, থাকলে অবশ্যই ভালো হতো। অবশ্যই রেসপন্সিবলভাবে খেলতে হবে। চেষ্টা করব ওভাবে খেলার।’

‌‘চেষ্টা তো করব দুই সাইডই ১০০ ভাগ দেওয়ার জন্য। যেভাবেই সুযোগ পায়, যেখানেই সুযোগ আসে চেষ্টা করব ১০০ ভাগ দেওয়ার।’

পাকিস্তান সফরে দলের প্রত্যাশা সম্পর্কে এই অলরাউন্ডার বলেন, ‌‘অবশ্যই দল হিসেবে প্রত্যাশা ভালো। যারা আমরা যাচ্ছি এবার সবাই বিপিএলে ভালো পারফর্ম করেছে। সবাই যদি বিপিএলের পারফরম্যান্সটা ধরে রাখতে পারে তাহলে দলের রেজাল্টটা ভালো আসবে।’

দেশ ছাড়ার আগে মোহাম্মদ মিঠুন বলেন, ‘অবশ্যই আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব। ম্যাচ বাই ম্যাচ আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আর পার্সোনালি চেষ্টা করব আমি যে সময়েই নামি দলের জন্য অবদান রাখার জন্য।’

চলতি সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড