• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিজের আগে ভারতকে হুঙ্কার দিলেন টেইলর

  ক্রীড়া ডেস্ক

২২ জানুয়ারি ২০২০, ১৪:৩৬
রস টেইলর
নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলর (ছবি : সংগৃহীত)

নিউজিল্যান্ডে পৌঁছেছে বিরাট কোহলির ভারত। আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে অকল্যান্ডে শুরু হবে এক মাসব্যাপী সফরের প্রথম দ্বৈরথ। সিরিজ শুরুর আগেই কোহলিদের হুঙ্কার দিলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর।

তার মতে, তিন ফরম্যাটেই ভারতকে নাস্তানাবুদ করবে স্বাগতিক নিউজিল্যান্ড। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে কিউইরা চরম ব্যর্থতার পরিচয় দিলেও টেইলর মনে করেন, ঘরের মাঠে কিউইদের দেখা যাবে স্বমহিমায়। সম্প্রতি একটি রেডিওর অনুষ্ঠানে ভারতের বিপক্ষে কিউইরা প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে রয়েছে বলে জানান টেইলর।

সে প্রসঙ্গে ডানহাতি এ তারকা বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে সব বিভাগেই পর্যুদস্ত হয়েছি। কিন্তু দেশের মাটিতে ভারতের সঙ্গে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাতে প্রস্তুত আমরা।’ তিনি আরও বলেন, ‘ওরা বিশ্বের সেরা দল হতে পারে, তবে ঘরের মাঠে চেনা পরিবেশে খেলব আমরা। ভারতের জন্য আমরা তৈরি।’

এ দিকে, নিউজিল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ ম্যাকমিলান বলেন, ‘একটা বড় সিরিজ সামনে আসছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যা ফল হয়েছে, তার পরে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ প্রত্যাবর্তনের জন্য একটা বড় মঞ্চ। এই ভারতীয় দল দারুণ শক্তিশালী। টেস্ট হোক বা ওয়ানডে বা টি-টুয়েন্টি, সব দিক দিয়েই ভারতীয় দল দুর্দান্ত।’

আরও পড়ুন :-কোহলিদের কোচ পাচ্ছেন মুশফিক-মুমিনুলরা

সাবেক কিউই হার্ডহিটার আরও বলেন, ‘এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ। তাছাড়া সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা ঝেড়ে ফেলে দলের মনোবল ফেরানোর জন্যও এই সিরিজ গুরুত্বপূর্ণ। দলে নতুন মুখ দেখার সম্ভাবনাও রয়েছে।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড