• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশেষ বিমানে আজ পাকিস্তান যাচ্ছে টাইগাররা

  ক্রীড়া ডেস্ক

২২ জানুয়ারি ২০২০, ০৮:২৪
বাংলাদেশ-পাকিস্তান
ছবি : বিসিবি

অনেক নাটকীয়তার পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। আইসিসির মধ্যস্থতায় তিন দফায় পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রথম দফায় তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বুধবার (২২ জানুয়ারি) পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে ক্রিকেটাররা।

আকাশপথে পাকিস্তানের দূরত্ব বেশি না হলেও ঘুরপথে যাওয়ায় সময় বেশি লাগবে টাইগারদের। ফলে সরাসরি পাকিস্তান যেতে ভাড়া করা বিশেষ বিমানে (চার্টার্ড ফ্লাইট) উড়াল দেবে টাইগাররা।

বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে যাওয়ার কোনো বিমান নেই। প্রথমে ট্রানজিট নিয়ে সেখান থেকে কানেকটিং ফ্লাইট ধরে পৌঁছতে হবে পাকিস্তানের লাহোরে। ঢাকা থেকে লাহোরের দূরত্ব প্রায় ১৮০০ কিলোমিটার। কিন্তু আকাশপথে কাতারের দোহা হয়ে লাহোর গেলে বাংলাদেশ দলকে পাড়ি দিতে হবে ৮ হাজার কিলোমিটারের বেশি পথ! সময়ও লাগবে দ্বিগুণের বেশি। সব মিলিয়ে ঢাকা থেকে লাহোরে যেতে লাগবে অন্তত ১২-১৩ ঘণ্টা!

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে মাহমুদউল্লাহ-তামিমরা। আগামী ২৪ জানুয়ারি প্রথম টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ২৫ ও ২৭ জানুয়ারি বাকি দুই ম্যাচ। বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন না মুশফিকুর রহীম। শুধু এই সিরিজে নয়, টেস্ট আর ওয়ানডে ম্যাচেও খেলবে না তিনি।

পাকিস্তান সফরে ক্রিকেটারদের সঙ্গে যাবেন সদ্য নিয়োগ পাওয়া নতুন বোলিং কোচ ওটিস গিবসন। এছাড়া পাকিস্তানে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যার সঙ্গে যাচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও।

এই সফরে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে যথাক্রমে তিনটি টি-টুয়েন্টি, দুটি টেস্ট ও একটি এক দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেক সদস্য ও কর্মকর্তার জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।

পাকিস্তান সফর উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকমিশন খেলোয়াড় এবং ব্যবস্থাপনা ও নিরাপত্তা কর্মকর্তাসহ মোট ৩৩ জনের মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করেছে।

আরও পড়ুন- গিবসনই হলেন রুবেল-মুস্তাফিজদের গুরু

এ দিকে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সংবাদ সংগ্রহ করতে বাংলাদেশের বেশকিছু গণমাধ্যমের কর্মীও পাকিস্তান সফর করবেন।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড