• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

  ক্রীড়া ডেস্ক

২১ জানুয়ারি ২০২০, ২৩:৩৯
লিটন কুমার দাস
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দৃশ্য (ছবি: সংগৃহীত)

চরম নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। তিন দফায় পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। প্রথম দফায় তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে বুধবার (২২ জানুয়ারি) রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে মাহমুদউল্লাহ-তামিমরা। টাইগাররা বিমানে ওঠার একদিন আগে সিরিজের সময়সূচি প্রকাশ করল পিসিবি।

দ্বিপাক্ষিক এ টি-টুয়েন্টি সিরিজের সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই শেষ হয়েছে। অনুশীলনে ঘাম ঝরিয়ে দুই দলই ব্যস্ত সময় পার করছে। বাকি ছিল কেবল সিরিজের সময় সূচি প্রকাশের। সেটাও মঙ্গলবার (২১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে পিসিবি। সিরিজের প্রত্যেকটি ম্যাচই লাহোরে স্থানীয় সময় বিকাল ২টায় (বাংলাদেশ সময় ৩টা) অনুষ্ঠিত হবে।

এর আগে, স্কোয়াডে পাঁচ পেসার রাখার ব্যাখ্যায় নির্বাচকরা জানিয়েছিল, রাতের ফ্লাডলাইটের আলোয় খেলা হবে বলেই পাঁচ পেসার নেওয়া হয়েছে। বিসিবির সূত্রমতে, সিরিজটি দিবারাত্রিরই করতে চেয়েছিল পিসিবি। তবে ঠিক কী কারণে বিকালে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানা যায়নি।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

ম্যাচ তারিখ ভেন্যু সময়
১ম টি-টুয়েন্টি ২৪ জানুয়ারি লাহোর বিকাল ৩টা
২য় টি-টুয়েন্টি ২৫ জানুয়ারি লাহোর বিকাল ৩টা
৩য় টি টুয়েন্টি ২৭ জানুয়ারি লাহোর বিকাল ৩টা

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড