• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুব বিশ্বকাপে রকিবুলের হ্যাটট্রিকে লন্ডভন্ড স্কটল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

২১ জানুয়ারি ২০২০, ১৬:৩৩
রকিবুল হাসান
স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন রকিবুল (ছবি : আইসিসি)

প্রথম বাংলাদেশি স্পিনার হিসেবে যুব বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন রকিবুল হাসান। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এ নৈপুণ্য মেলে ধরেন তিনি। তার হ্যাটট্রিকে স্কোরবোর্ডে একশ রানও জড়ো করতে পারেনি স্কটিশরা। ৫ ওভার ৩ বলে ২০ রানে একাই চার উইকেট নেন এ বাঁহাতি স্পিনার।

ইনিংসের ২৪তম ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে কায়েস সাজ্জাদকে বোল্ড করেন রকিবুল। পরের বলে রবার্টসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পঞ্চম বলে পিটকে বোল্ড করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যুব বিশ্বকাপে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন রকিবুল হাসান। ২০১০ সালে যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কামরুল ইসলাম রাব্বি হ্যাটট্রিকের রেকর্ড গড়েন।

ইনিংসের ৩১তম ওভারে কেয়ার্নসও রকিবুলের শিকার হন। এতে মাত্র ৮৯ রানে থেমে যায় স্কটল্যান্ড। এর আগে বাংলাদেশ দল টস হেরে বোলিংয়ে যায়।ম্যাচের শুরু থেকে টাইগার যুবাদের বোলিং আক্রমণে দিশেহারা ছিল স্কটল্যান্ড। বাংলাদেশের পক্ষে প্রথম ব্রেক থ্রু পান পেসার শরিফুল ইসলাম। ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড ওপেনার ডেভিডসনকে বোল্ড করে ভাঙেন ওপেনিং জুটি। একই ওভারে টমাস ম্যাকিনটোশকেও প্যাভিলিয়নে ফেরান এই পেসার।

আরও পড়ুন : শুরুতেই টাইগার পেসে দিশেহারা স্কটল্যান্ড (ভিডিও)

স্কটিশ অধিনায়ক অ্যাঙ্গাস গাইকে ফেরান আরেক পেসার তানজিম হাসান সাকিব। পরে জেসপার ডেভিডসনকে শূন্যতে বিদায় করেন তিনি। এতে মাত্র ২১ রানে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্কটল্যান্ড।

রকিবুলের হ্যাটট্রিকের ভিডিও দেখুন

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড