• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুমড়েমুচড়ে গেছে গাড়ি, প্রাণে বাঁচলেন রোমেরো

  ক্রীড়া ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ২২:৪৭
সার্জিও রোমেরো
বাঁয়ে রোমেরো ও ডানে তার ল্যাম্বরগিনি (ছবি: সংগৃহীত)

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। তবে তার ব্যবহৃত গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন রোমেরো।

জানা যায়, স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) সকালে ক্যারিংটনে ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আর্জেন্টাইন তারকার ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বেষ্টনীর নিচে ঢুকে যায়। এতে ল্যাম্বরগিনি গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তবে অল্পের জন্য রক্ষা পান রোমেরো।

২০১৭ সালে ল্যাম্বরগিনি গাড়িটি কিনেছিলেন রোমেরো। সেবার ম্যানইউ লিগ কাপ জেতার পরই গাড়িটি কিনেছিলেন তিনি।

২০১৪ সালে বিশ্বকাপে ভালো খেলে ম্যানইউর নজরে আসেন রোমেরো। এরপর ২০১৫ সালে তাকে দলে ভেড়ায় ক্লাবটি। তবে স্প্যানিশ গোলরক্ষক ডি গিয়া ক্লাবে যোগ দেওয়ায় প্রথম একাদশে জায়গা হারান রোমেরো। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগ ও লিগ কাপ মিলে মাত্র সাত ম্যাচ মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি।

পাঁচ মৌসুমে রোমেরো ম্যানইউর হয়ে খেলেছেন এখন পর্যন্ত ৫৩টি ম্যাচ। ৩৪টি ম্যাচে ক্লিনশিট রেখেছেন তিনি। এছাড়া হজম করেছেন মাত্র ২৪টি গোল। ক্লাবটির সঙ্গে তার চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড