• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাকে রেখে কে? মধুর সমস্যায় বিসিবি

  ক্রীড়া ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ২০:৫৬
বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে বিসিবি সভাপতি পাপন
বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে বিসিবি সভাপতি পাপন (ছবি : সংগৃহীত)

আর মাত্র একদিন, তারপরই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ধাপে পাকিস্তান সফরের প্রথম দফায় টি-টুয়েন্টি খেলবে টাইগাররা। আসন্ন এ সফরে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ কেমন হতে পারে, ভাবতে গেলেই যেন জট পাকাচ্ছে মাথায়। বিপিএলে ওপেনিংয়ে নামা আফিফ হোসেন ধ্রুবর কথা বাদ দিলেও নিয়মিত ওপেন করেন এমন আরও পাঁচজন ব্যাটসম্যান আছেন এই স্কোয়াডে।

মজার বিষয় হলো, এই পাঁচজনের প্রত্যেকেই আছেন দুর্দান্ত ফর্মে। কাকে কোন পজিশনে খেলানো হবে এই বিষয় নিয়ে টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো কিছুটা মধুর বিড়ম্বনাতেই আছেন বলা চলে।

অবশ্য চিন্তার বিষয় হলেও, দুশ্চিন্তা নয়। তবে একটু দ্বিধা তো আছেই। জাতীয় দলের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম না থাকায় টি-টুয়েন্টি দলের লাইনআপে অদলবদল আসবেই। প্রথম দেখায় তামিম ইকবালকে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো কীভাবে ব্যবহার করবেন- সেই প্রশ্ন উঠেছে।

তামিম সাধারণত মারকুটে ওপেনার হিসেবে পরিচিত হলেও বঙ্গবন্ধু বিপিএলে ছিলেন দলের ইনিংসকে ধরে রাখার ভূমিকায়। এই ভূমিকায় তিনি সফলও হয়েছেন। তাই জাতীয় দলে খেলার সময়ও কিছুটা ধীর হয়ে যান কি না- সেটি অনেকেরই ভাবনা।

তামিমের ভূমিকা ও দলের সম্ভাব্য ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুলেছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, ‘তামিমের সঙ্গে এটাই আমার প্রথম সফর। তাকে আরও ভালো করে বুঝতে পারব। বিপিএলে কোন ভূমিকায় খেলেছে, দেখেছি। আলোচনা করতে হবে জাতীয় দলের ভূমিকা নিয়ে। এখনো তার খেলার ধরন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই এ নিয়ে ভাববো।’

ব্যাটসম্যানে ঠাসা ব্যাটিং লাইনআপ কেমন হবে, সে প্রসঙ্গে নিজের পরিকল্পনার আভাস দিলেন ডোমিঙ্গো। কোচ বলেন, ‘মিডল অর্ডারে অন্যরা কেমন করে এটাও আমাদের দেখতে হবে। ভারত সিরিজে তিনে ব্যাট করা সৌম্য হয়তো ছয়ে নেমে যাবে। রিয়াদ পাঁচে ব্যাট করতে পারে। আফিফ তিনে বা চারে থাকতে পারে। আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। শান্ত সম্প্রতি ভালো করছে। তাই সব মিলিয়ে আমাদের হাতে এখন অনেক অপশন। ওপেনার তো দুইজনকেই নিতে হবে আর বাকিদের দিয়ে অন্যান্য জায়গা ভরাট করতে হবে।’

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব- দলে বেশ কয়েকজন ওপেনার থাকায় ওপেনিংয়ে অভ্যস্ত ব্যাটসম্যানদের অভ্যস্ততা থাকার ওপর জোর দিয়ে ডোমিঙ্গো বলেন, ‘বিশ্বের সেরা ক্রিকেটাররা যে কোনো পজিশনেই ব্যাট করতে পারে। মরগানকে তিনে দিলেও ভালো করবে, ছয়ে দিলেও ভালো করবে। কেন উইলিয়ামসনকে যে কোনো পজিশনে নামালেই সে ভালো করবে। এমনো হতে পারে লিটনকে চারে ব্যাট করতে হচ্ছে, মিঠুনকে ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে যেতে হচ্ছে আর আফিফ ওপেন করতে নামছে।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড