• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শান্তর সন্তোষ

  ক্রীড়া প্রতিবেদক

২০ জানুয়ারি ২০২০, ১৯:১৫
নাজমুল হাসান শান্ত
নাজমুল হাসান শান্ত (ছবি : সংগৃহীত)

দীর্ঘ দশ বছর পর আবারও পাকিস্তান সফর করছে টেস্ট খেলুড়ে দেশগুলো। আর ১১ বছর পর পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ২০০৮ সালে দেশটিতে সফর করেছিল টাইগাররা। নানা নাটকীয়তার পর তিন মাসে তিন দফায় পাকিস্তান সফর নিশ্চিত হলো মাহমুদউল্লাহ-তামিমদের।

২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের উপর ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কোনো টেস্ট খেলুড়ে দল লম্বা সময় ধরে সফর করেনি পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোয় অবশ্য বিচ্ছিন্নভাবে সফর করেছে কয়েকটি দল, গেল বছর ডিসেম্বরে টেস্টও খেলেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ পুরুষ জাতীয় দল পাকিস্তান সফর না করলেও কয়েক দফায় নারী জাতীয় দল, ইমার্জিং দল ও বয়সভিত্তিক দল সফর করেছে পাকিস্তান। ২০১৮ সালে ইমার্জিং এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাওয়া দলটির তিনজন আছেন পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দলেও। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুব।

ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রকাশ করেন সন্তোষ। তিনদিনের অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিন সোমবার (২০ জানুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে বাঁহাতি এই ব্যাটসম্যান জানান, ‘ওখানে পরিবেশ সবসময় অনেক ভালো ছিল। গতবছর (মূলত ২০১৮) আমরা যখন গিয়েছিলাম খুব বেশি আমাদের ওরকম সমস্যা হয়নি।’

নিরাপত্তার ইস্যুতে শান্ত বলেন, ‘এগুলো (নিরাপত্তা) নিয়ে আসলে চিন্তা করছি না। পেশাদার ক্রিকেটার হিসেবে খেলাটাকেই ফোকাস করছি। যেহেতু এগুলো আমাদের হাতে নেই, এগুলো নিয়ে চিন্তা করছি না। একবারও ভাবিনি। যেহেতু গতবারও আমি গিয়েছি সেখানে। তো এগুলো নিয়ে একদমই চিন্তা করছি না। ম্যাচ ফোকাস করছি।’

সিরিজটি চ্যালেঞ্জিং হলেও দল হিসেবে খেললে ভালো ফল আসতে পারে মনে করেন শান্ত, ‘অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমরা যদি দল হিসেবে সেখানে খেলতে পারি, তাহলে ওখানেও ভালো ফলাফল করা সম্ভব। যদিও ওদের দল নিয়ে আমরা খুব একটা চিন্তা করছি না। আমাদের নিজেদের যে পরিকল্পনা বা শক্তির জায়গা আছে, সেটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে ওখানেও সফল হওয়া সম্ভব বলে মনে করি।’

‘টি-টুয়েন্টিতে যেকোনো দল যেকোনো দিন জিততে পারে। সিরিজ নিয়ে আমরা ওভাবে চিন্তা করছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। প্রথম লক্ষ্য থাকবে প্রথম ম্যাচটি নিয়ে। টি-টুয়েন্টিতে যেদিন যে দল ভালো খেলে সে দলের জেতা সম্ভব। আমরা পার্টিকুলার ওই দিনকে নিয়ে ফোকাস করছি।’

নিরাপত্তা শঙ্কায় খুব অল্প সময়ের সিরিজ শেষ করে আসতে যাচ্ছে বাংলাদেশ। ২৪ তারিখ টি-টুয়েন্টি সিরিজ শুরু কিন্তু দল পাকিস্তানে পৌঁছাবে ২৩ তারিখ নাগাদ, নেই কোনো প্রস্তুতি ম্যাচ। বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন প্রায় সব ক্রিকেটার বিপিএল খেলেছে বলে প্রস্তুতি নিয়ে খুব একটা সমস্যা হবে না।

‘আমার কাছে খুব বেশি এটা মনে হচ্ছে না। কারণ সবাই খেলার মধ্যেই আছে। সবাই বিপিএলে খেলেছে এবং সবাই পারফর্মও করেছে। প্রস্তুতির কথা যদি বলি তাহলে বলব সবাই খুব ছন্দে আছে। প্রস্তুতি ম্যাচ হচ্ছে না, এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না বলে মনে করি।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড