• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

৪৬ বলেই জিতল অস্ট্রেলিয়া

  ক্রীড়া ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১৮:১০
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল (ছবি: সংগৃহীত)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়ার যুবারা। দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল দলটি। মাত্র ৪৬ বল ব্যাটিং করে নাইজেরিয়াকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা জাগিয়ে রাখল ওয়ার্নার-স্মিথদের উত্তরসূরিরা।

টুর্নামেন্টের নবম ম্যাচে কিম্বারলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাইজেরিয়া। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি তারা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বোলারদের তোপে ১ রান তুলতেই ২ উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে আফ্রিকার দলটি। ৩০.৩ ওভারে মাত্র ৬১ রানেই গুটিয়ে যায়। দলের চার ব্যাটসম্যানই আউট হন শূন্য রানে। শুধুমাত্র এলিজা ওলালেয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। তিনি সর্বোচ্চ ২১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান অতিরিক্ত থেকে।

অজি লেগ স্পিনার তানভীর সাঙ্ঘা একাই ধসিয়ে দেন নাইজেরিয়ার ব্যাটিং লাইনআপ। ১০ ওভার বোলিং করে ৪ মেডেনসহ মাত্র ১৪ রান দিয়ে তিনি তুলে নেন ৫ উইকেট। ব্রাডলি সিম্পসন নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৭.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। স্যাম ফ্যানিং ৩০ ও জ্যাক ফ্র্যাশার ২৩ রাকনে অপরাজিত থাকেন। ম্যাচসেরা নির্বাচিত হন তানভীর সাঙ্ঘা।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড