• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ বিদেশি ক্রিকেটাররা

  ক্রীড়া ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১৬:৪৬
বাঁ থেকে রুশো, ইরফান, নাওয়াজ ও বোপারা
বাঁ থেকে রুশো, ইরফান, নাওয়াজ ও বোপারা (ছবি : সংগৃহীত)

রাজশাহী রয়্যালসের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। এটি ছিল টুর্নামেন্টের সপ্তম আসর। আগের আসরগুলোর মতো এবারের আসরেও এক ঝাঁক বিদেশি তারকা বিপিএল মাতিয়েছেন। টুর্নামেন্ট শেষ করে ইতোমধ্যে যে যার মতো বাংলাদেশ ছেড়ে গেছেন। তার আগে এবারের বিপিএল নিয়ে অনুভূতির কথা জানিয়েছেন তারা।

বিপিএলের গেল আসরের মতো এবারের আসরেও সর্বোচ্চ রান সংগ্রাহক দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রাইলি রুশো। তবে শিরোপা জিততে পারেনি তার দল খুলনা। ফাইনালে উঠে শিরোপা না জেতার আক্ষেপ থাকলেও বাংলাদেশের প্রশংসা করেছেন এই ক্রিকেটার।

টুইট বার্তার মাধ্যমে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে রুশো লিখেছেন, ‘বিপিএলে সব রকম সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ। দুর্ভাগ্যজনকভাবে আমরা টাইগার্সরা জিততে পারিনি তবে দুর্দান্ত কিছু প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারাটা অসাধারণ ব্যাপার ছিল। আবারও মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত রাজশাহী রয়্যালসকে অভিনন্দন।’

এ দিকে টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন রাজশাহীর হয়ে খেলেছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ। ট্রফি হাতে নিজের ছবি শেয়ার করে রাজশাহী রয়্যালসের আতিথেয়তার প্রশংসা করেন তিনি।

নাওয়াজ লিখেছেন, ‘বাংলাদেশে কাটানো সময়টা আমি বেশ উপভোগ করেছি এবং প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিততে পারায় বেশ ভালো লাগছে। আমি রাজশাহী রয়্যালসকে তাদের অবিশ্বাস্য সমর্থন এবং আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

উচ্ছ্বাস প্রকাশ করেছেন নওয়াজের স্বদেশি সতীর্থ মোহাম্মদ ইরফানও। তিনি লিখেছেন, ‘কানাডার পর এবার বিপিএল। টানা দুই শিরোপা জিততে পারাটা অসাধারণ ব্যাপার। রাজশাহী রয়্যালসের অংশ হতে পারা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল এবং বাংলাদেশের দর্শকেরাও অসাধারণ ছিলেন। এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ খেলার জন্য মুখিয়ে আছি।’

নাওয়াজ-ইরফানদের মতো বিপিএল জয়ের আনন্দ ছুঁয়ে গেছে রাজশাহীর আরেক বিদেশি ক্রিকেটার রবি বোপারাকেও। বিপিএল কাপ হাতে শিরোপা জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন বোপারা।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড