• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিমন্স টর্নেডোতে সিরিজ বাঁচল উইন্ডিজের

  ক্রীড়া ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১০:৫৩
লেন্ডল সিমন্স
লেন্ডল সিমন্স (ছবি : সংগৃহীত)

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ বাঁচাল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ম্যাচে আইরিশরা ৪ রানে জয় পায় এবং দ্বিতীয় ম্যাচে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ট্রফি ভাগাভাগি করতে হয়ছে দুদলকে।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে পোলার্ড ও ব্রাভোর বোলিং তোপে ১৩৮ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে পল স্টার্লিং ৭ বলে ১১, কেভিন ও’ব্রায়েন ১৮ বলে ৩৬, অ্যান্ডি ব্যালবার্নি ২৩ বলে ২৮ ও ব্যারি ম্যাকার্থি ১৩ বলে অপরাজিত ১৮ রান করেন।

স্বাগতিকদের হয়ে আগের ম্যাচে ৪ উইকেট শিকারি পোলার্ড এ ম্যাচেও ১৭ রানে নেন ৩ উইকেট। এছাড়া ১৯ রান খরচায় ৩ উইকেট নেন ব্রাভোও।

সিরিজে সমতা ফিরতে ১৩৯ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ১০.৪ ওভারে ১৩৩ রান যোগ করেন এভিন লুইস ও লেন্ডল সিমন্স। তবে ৪ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৪৬ রান করে ফিরেন ওপেনার লুইস।

শেষপর্যন্ত অপরাজিত থাকা সিমন্স খেলেন টর্নেডো ইনিংস। যেখানে ৫ চার ও ১০ ছক্কায় ৪০ বলে ৯১ রানের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড- ১৩৮/১০(১৯.১) ওয়েস্ট ইন্ডিজ- ১৪০/১(১১.১) ফলাফল- ৯ উইকেটে জয়ী এবং ১-১ সিরিজ সমতা ম্যাচ সেরা- লেন্ডল সিমন্স সিরিজ সেরা- পোলার্ড

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড