• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পোলার্ডের ‘বিধ্বংসী’ বোলিংয়েও সিরিজ হাতছাড়া উইন্ডিজদের

  ক্রীড়া ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১২:৪৮
উইন্ডিজ-আয়ারল্যান্ড টি-টুয়েন্টি সিরিজ
ক্যারিয়ার সেরা ৪ উইকেট শিকার করেন পোলার্ড (ছবি : সংগৃহীত)

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড ক্যারিয়ার সেরা বোলিং করেন। ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নেন ক্যারিবীয় অধিনায়ক। এতে ৯ উইকেটে ১৪৭ রান তোলে আয়ারল্যান্ড।

জবাবে ২ ওভার ১ বলে ১ উইকেটে ১৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এরপরই শুরু হয় বৃষ্টি। এতে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে সিরিজ জেতা হচ্ছে না স্বাগতিকদের। কারণ তিন ম্যাচের প্রথম টি-টুয়েন্টি হেরে গেছে পোলার্ড বাহিনী।

সেন্ট কিটসে টস হেরে আগে ব্যাট করতে নামলে বৃষ্টির বাধায় পড়ে ম্যাচটি। ফলে বৃষ্টির কারণে ১৯ ওভারের ম্যাচ নির্ধারিত হয়। পোলার্ডের দুর্দান্ত বোলিংয়ের পরও ডেলানি ৪৪, ব্যালবিরনি ৩৬ ও টেকটর ৩১ রান করলে স্বাগতিকদের বিপক্ষে ১৪৭ রান তোলে আইরিশরা। উইন্ডিজদের হয়ে ৪ ওভারে মাত্র ২৫ রানে ক্যারিয়ার সেরা ৪ উইকেট নেন কাইরন পোলার্ড। অপরদিকে, ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২টি উইকেট শেলডন কটরেল।

আরও পড়ুন :-বাংলাদেশ দলে লক্ষ্মীপুরের প্রথম ক্রিকেটার হাসান মাহমুদ

ডাকওয়ার্থ লুইসে ১৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৫২ রান। কিন্তু ২.১ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ১৬ রান করলে আবারও শুরু হয় বৃষ্টি। এতে ম্যাচটি ভেস্তে যায় শেষ পর্যন্ত। সিরিজের শেষ টি-টুয়েন্টি আগামীকাল (সোমবার, ২০ জানুয়ারি) ভোর ৪টায় একই ভেন্যুতে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড