• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

  ক্রীড়া ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১০:৩৭
অ্যারন ফিঞ্চ ও বিরাট কোহলি
অ্যারন ফিঞ্চ ও বিরাট কোহলি (ছবি : বিসিসিআই)

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়েছিল স্বাগতিক ভারত। তবে ভুল ত্রুটি শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বিরাট কোহলির দল। দুর্দান্ত খেলে ৩৯ রানে জয় ছিনিয়ে নিয়েছে রাজকোটে। তৃতীয় ম্যাচ এবার সিরিজ নির্ধারণী। রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে লড়াই। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-১।

স্বাগতিকদের বিপক্ষে সিরিজের শুরুটা চমৎকার ছিল অজিদের। ভারতকে লড়াই করার কোনো সুযোগই দেয়নি সফরকারীরা। স্বাগতিকদের ছুঁড়ে দেওয়া ২৫৬ রানের টার্গেট বিনা উইকেটে স্পর্শ করে ফেলে সফরকারীরা। তাই ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে লিড নেয় অজিরা। উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ২৫৮ রান করে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত জয় এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

উড়ন্ত জয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করায় ব্যাকফুটে চলে যায় ভারত। সিরিজ হারের শঙ্কা নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে কোহলির দল। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ ছিল না টিম ইন্ডিয়ার। তাই বাঁচা মরার লড়াইয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ব্যাটসম্যানরাই ভারতকে জয়ের পথ দেখান। দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন ওপেনার শিখর ধাওয়ান। এছাড়া লোকেশ রাহুল ৫২ বলে ৮০, বিরাট কোহলি ৭৬ বলে ৭৮ ও রোহিত শর্মা ৪৪ বলে ৪২ রান করে আউট হন।

গত বছর এই ভারতে এসে ভারতকে হারিয়ে দিয়েছিল অ্যারন ফিঞ্চের দল। তাও আবার স্মিথ, ওয়ার্নারের মতো তুখোড় দুই পারফর্মারকে ছাড়াই। সেই স্মৃতি সফরকারীদের আত্মবিশ্বাসী করছে। বিশ্বকাপের ঠিক আগে গত ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে দুই ম্যাচের টি-টুয়েন্টিতে প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করার পর পাঁচ ওয়ানডের সিরিজটা অস্ট্রেলিয়া জিতেছিল ৩-২ ব্যবধানে। আর ঘরের মাটিতে দুর্বার ভারত সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়েছে তাদের নিয়মিত অনেক ক্রিকেটারকে ছাড়াই। পুরোপুরি ফিট জাসপ্রিত বুমরাহ এবার দলে ফিরেছেন। আছেন মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা।

তবে সিরিজের দ্বিতীয় ম্যাচের মতো শেষ ম্যাচেও অনিশ্চিত ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পন্ত। মুম্বাইতে প্রথম ওয়ানডেতে ব্যাটিং করার সময় হেলমেটে বল লেগে আহত হন পন্ত। এরপরে অস্ট্রেলিয়ার ইনিংসের সময় কিপিংও করেননি তিনি। এরপর জানা যায়, রিহ্যাব প্রক্রিয়ায় আছেন পন্ত। একাদশে লোকেশ রাহুল থাকায় পন্তের বদলি কোনো উইকেটরক্ষকের ব্যাপারে ভাবেনি ভারতের টিম ম্যানেজমেন্ট।

ভারতের সম্ভব্য একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, মনিশ পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মাদ শামি ও জাসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়ার সম্ভব্য একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেইনি, অ্যাশটন টার্নার, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড